নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাই ও তার দুই অনুসারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। অন্য দুজন হলেন- শৈলকূপা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হাকিম ও সারুটিয়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন।
বুধবার বিকেলে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক বৈজয়ন্ত বিশ্বাস এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, শৈলকূপা উপজেলা নির্বাচন কর্মকর্তা তায়জুল ইসলাম ২৪ ডিসেম্বর অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে পৃথক দুটি মামলা করেন। ২৬ ডিসেম্বর মামলা দুটির সমন জারি করে বুধবার সশরীরে শুনানিতে তাদেরকে আদালতে হাজির হতে বলা হয়। এরপর বুধবার বিকেল ৫টা পর্যন্ত আদালতে আসামিরা হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
শৈলকূপা উপজেলা নির্বাচন কর্মকর্তা তায়জুল ইসলাম বলেন, ‘২৪ ডিসেম্বর নির্বাচন কমিশনের আদেশে দায়ের করা মামলায় ওনাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।’