বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঝিনাইদহে ট্রাকচাপায় চাচা ভাতিজা নিহত

  • প্রতিনিধি, ঝিনাইদহ   
  • ৩ জানুয়ারি, ২০২৪ ১৫:৩৩

ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দীন বলেন, ‘দুজন নিহতের খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। নিহত দুজনের মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠনো হয়েছে।’

ঝিনাইদহ সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন, যারা সম্পর্কে চাচা ও ভাতিজা।

ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে উপজেলার পাচঁমাইল এলাকায় বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

প্রাণ হারানো দুজন হলেন সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের রাঙ্গীয়ারপোতা গ্রামের ৬০ বছর বয়সী আলী হোসেন ও তার ভাতিজা ২০ বছরের মাহফুজুর রহমান।

সাধুহাটী ইউনিয়ন পরিষদের সদস্য মুকুল হোসেন জানান, চাচা ও ভাতিজা আলমসাধুতে করে রাঙ্গীয়ারপোতা গ্রামের বাড়ি থেকে পাঠকাটি কিনতে ফরিদপুর যাচ্ছিলেন। পথে আলমসাধুটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। ওই সময় পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে তাদের সঙ্গে থাকা অন্য যাত্রীরা মরদেহ নিয়ে বাড়িতে চলে যান।

ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দীন বলেন, ‘দুজন নিহতের খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। নিহত দুজনের মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠনো হয়েছে।

‘পিকআপ গাড়ি আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি জিডি করা হয়েছে।’

এ বিভাগের আরো খবর