বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মেহেরপুরে কলাবাগানে বিস্ফোরণ, গুরুতর আহত কৃষক

  • প্রতিনিধি, মেহেরপুর    
  • ৩ জানুয়ারি, ২০২৪ ১৫:১৮

সোহান জানান, তিনি ঘাসের বোঝা মাথায় নিয়ে কলাবাগান থেকে বাড়ির উদ্দেশে বের হওয়ার সময় পলিথিনে মোড়ানো লাল টেপ দিয়ে জড়ানো একটি বস্তুর ওপর পড়ার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়।

মেহেরপুর সদর উপজেলায় একটি মাঠে বিস্ফোরণের ঘটনায় এক কৃষক গুরুতর আহত হয়েছেন।

উপজেলার শোলমারি গ্রামের মাঠে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ৪০ বছর বয়সী আহত সোহান আলী ওই এলাকার বাসিন্দা।

স্থানীয় প্রত‍্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালের দিকে শোলমারি গ্রামের মাঠে সোহান তার কলাবাগানে কাজ করছিলেন। ওই সময় বিকট শব্দে কিছু একটা বিস্ফোরণ হয়। পরে শব্দ শুনে মাঠে থাকা কৃষকরা ঘটনাস্থলে গিয়ে সোহানকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। সেখান থেকে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

পরে তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসক।

হাসপাতালে থাকাকালীন সোহান জানিয়েছেন, তিনি ঘাসের বোঝা মাথায় নিয়ে কলাবাগান থেকে বাড়ির উদ্দেশে বের হওয়ার সময় পলিথিনে মোড়ানো লাল টেপ দিয়ে জড়ানো একটি বস্তুর ওপর পড়ার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়।

মেহেরপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক ফজলুর রহমান জানান, আহত ব্যক্তির শরীরের বুকে ও হাতে স্প্লিন্টারের আঘাত থাকায় উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়ায় রেফার করা হয়েছে।

মেহেরপুর সদর থানার ওসি কনি মিয়া জানান, মাঠে বিস্ফোরক দ্রব্য কীভাবে গেল, তা তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো খবর