কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীবাহী একটি বাসের ব্রেক ফেল হওয়ার ঘটনায় প্রাণ বাঁচাতে জানালা দিয়ে লাফ দিয়েছেন অনেক শিক্ষার্থী।
এ ঘটনায় কোনো শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
কোম্পানীগঞ্জ থেকে বুধবার সকালে ৭০ জন শিক্ষার্থী নিয়ে কলেজের উদ্দেশে যাত্রা করে ‘সুগন্ধা’ নামের বাসটি। দেবপুর বাজারে এসে এটি দুর্ঘটনার কবলে পড়ে।
যা আছে ভিডিওতে
দুর্ঘটনার পর তিন মিনিটের একটি ভিডিও ফেসবুকে প্রকাশ করেন দেবপুর বাজারের এক ব্যবসায়ী। এতে দেখা যায়, বাস থেকে জানালা দিয়ে লাফিয়ে নামছেন ছাত্রীরা। বাসের ইঞ্জিন থেকে বের হচ্ছে ধোঁয়া।
ভিডিওতে আরও দেখা যায়, বাসের সামনের গ্লাস ভাঙা। উপস্থিত একজনকে বলতে শোনা যায়, ‘ড্রাইভার আটকে আছে। তাকে বের করো। তোমরা লাফাইও না। বাসে আগুন লাগবে না।’
বাসমালিক ও কলেজ অধ্যক্ষের ভাষ্য
এ বিষয়ে সুগন্ধা বাসের মালিক মো. সালাউদ্দিন বিপ্লব বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। চালক আটকে গেছে। তার পা কেটে গেছে। আর ছাত্র-ছাত্রীদের তেমন কোনো ক্ষতি হয়নি; কেউ আহত হয়নি।’
ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. আবু জাফর খান বলেন, ‘বাসটি আমি দেখেছি। বাসের ক্ষতি হয়েছে। কোনো শিক্ষার্থী হতাহতের খবর আমরা পাইনি।’