চট্টগ্রামের সীতাকুণ্ডে রেললাইনের কিছু অংশ ভেঙে যাওয়ায় ঢাকাগামী যাত্রীবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে।
এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বুধবার সকাল থেকে প্রায় সোয়া চার ঘণ্টা চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ছিল। পরে রেললাইন মেরামত করা হলে চট্টলা এক্সপ্রেস নামের ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশে যাত্রা করে।
উপজেলার বাড়বকুণ্ড স্টেশনে বুধবার সকাল ৬টা ৪০ মিনিটের দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়, তবে কার্যক্রম বন্ধ থাকায় ওই স্টেশনের কারো বক্তব্য পাওয়া যায়নি।
কুমিরা রেলওয়ের স্টেশন মাস্টার সাইফুদ্দিন বশর বলেন, ‘সকাল ৬টা ৪০ এর দিকে রেললাইন ভেঙে যাওয়ায় বাড়বকুণ্ডে ইঞ্জিনের পরের বগিটা লাইনচ্যুত হয়। এতে কেউ আহত হননি। পরে প্রায়ই তিন ঘণ্টা পর লাইন মেরামত করা হলে গাড়ি (ট্রেন) লাইনে উঠে। ১০টা ৫২ মিনিটের দিকে ঢাকার উদ্দেশে ফের যাত্রা করে।’
তিনি বলেন, ‘চট্টলা এক্সপ্রেস ফের যাত্রা করার পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সচল হয়েছে। কিছুক্ষণ আগেও সাগরিকা আর কর্ণফুলী গেছে। এখন মালবাহী একটি ট্রেন ঢুকবে।’
শীতকালে মাঝে মধ্যেই রেললাইন ভেঙে এ ধরনের ঘটনা ঘটে বলে জানান তিনি।