বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মামাত-ফুফাত ভাই-বোনের মনোনয়ন লড়াই শেষ, এবার ভোটের লড়াই

  • প্রতিনিধি, কাপাসিয়া    
  • ২ জানুয়ারি, ২০২৪ ১৪:১৫

মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বেঞ্চ খারিজের এ আদেশ দেয়। ফলে আলম আহমেদের প্রার্থিতা বহালই রইল।

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী আলম আহমদ এবং আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সিমিন হোসেন রিমির মনোনয়ন লড়াই শেষ হয়েছে। এখন তারা লড়বেন ভোটের মাঠে।

ফুফাত ভাই আলমের বিরুদ্ধে মনোনয়ন বাতিল চেয়ে আবেদন করেছিলেন তারই মামাতো বোন সিমিন। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বেঞ্চ সেই আবেদন খারিজের এ আদেশ দেয়। ফলে আলম আহমেদের প্রার্থিতা বহালই রইল।

আদালতে আপিল বেঞ্চে আলম আহমেদের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী প্রবীর নিয়োগী। আবেদনকারী নৌকা প্রতীকের প্রার্থী সিমিন হোসেন রিমির পক্ষে ছিলেন ব্যারিস্টার তানিয়া আমীর।

গত ২৬ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী কৃষক লীগের কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য শিল্পপতি আলম আহমেদের প্রার্থিতা বাতিল চেয়ে লিভ টু আপিল করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও দলের মনোনীত প্রার্থী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের কন্যা সিমিন হোসেন রিমি।

শিল্পপতি আলম আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ভাগিনা। আলম আহমেদ সম্পর্কে সিমিন হোসেন রিমির ফুফাত ভাই। ভাই-বোনের ভোটের দ্বন্দ্ব এখন কোথায় গিয়ে দাঁড়ায় তা দেখার বিষয়।

ইতোমধ্যে নির্বাচনের মাঠে উভয়ে সমানতালে ব্যাপক প্রচার চালিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগ দলীয় দুইটি বৃহৎ অংশ দ্বিধাবিভক্ত হয়ে নির্বাচনি মাঠ চষে বেড়াচ্ছেন।

স্থানীয় ভোটারদের ভাষ্য, প্রধান বিরোধী দল বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে নির্বাচন থেকে দূরে সরে আছে। তাই আওয়ামী লীগের নৌকা মার্কার সঙ্গে কৃষক লীগ নেতা স্বতন্ত্র প্রার্থীর ঈগল মার্কার হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা বেশি।

এ বিভাগের আরো খবর