নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় ঝিনাইদহ-১ আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আবদুল হাইয়ের বিরুদ্ধে থানায় মামলার আদেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বছরের প্রথম দিন সোমবার রাষ্ট্রীয় সংস্থাটির উপসচিব (আইন) মো. আবদুছ ছালাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘনের দায়ে গত ২৪ ডিসেম্বর ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে নৌকার প্রার্থী এমপি আবদুল হাই ও তার দুই কর্মীর বিরুদ্ধে আদালতে মামলার নির্দেশ দেয় ইসি। এর এক সপ্তাহ পর এ প্রার্থীর বিরুদ্ধে থানায় মামলা করতে বলল সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঝিনাইদহ-১ নির্বাচনি এলাকার বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জনাব মো. আবদুল হাই ১৬ ডিসেম্বর ২০২৩ তারিখে শৈলকুপা থানাধীন মির্জাপুর ইউনিয়নের চড়িয়ারবীল বাজারে জনৈক বিপুলের বাড়ির নিচ তলায় স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলামের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করে ছবি ভাঙচুর করেন এবং কার্যালয়ের দেয়ালে টানানো পোস্টার ছিঁড়ে ফেলেন।
‘ফলে বর্ণিত প্রার্থী গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৭৭ (১) (ক)-এর বিধান লঙ্ঘন করেছেন মর্মে সংশ্লিষ্ট নির্বাচনি অনুসন্ধান কমিট মাননীয় নির্বাচন কমিশনে প্রতিবেদন দাখিল করেছেন। এমতাবস্থায় অভিযুক্ত প্রার্থীর বিরুদ্ধে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৭৭ (১) (ক)-এর বিধান লঙ্ঘনের দায়ে আমলযোগ্য অপরাধ বিবেচনায় উক্ত আদেশের অনুচ্ছেদ ৭৩-এর অধীনে সংশ্লিষ্ট থানায় এজাহার দায়ের করার জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসারকে নির্দেশনা দেয়ার বিষয়ে মাননীয় নির্বাচন কমিশন সদয় সিদ্ধান্ত গ্রহণ করেছেন।’
এতে আরও বলা হয়, ‘এমতাবস্থায় উপর্যুক্ত বিষয়ে অনতিবিলম্বে অভিযোগকারী হিসেবে আপনাকে সংশ্লিষ্ট থানায় এজাহার দায়ের করার জন্য অনুরোধ করা হলো।’