চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ১২ কেজি বিস্ফোরকদ্রব্য উদ্ধার করেছে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।
রোববার সন্ধ্যায় বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের এ তথ্য জানানো হয়।
শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা তেলকুপি গ্রামের একটি আম বাগান থেকে রোববার দুপুরে পরিত্যক্ত অবস্থায় দুটি প্লাস্টিকের বস্তায় বিস্ফোরকদ্রব্যগুলো পাওয়া যায়।
৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, নির্বাচন উপলক্ষে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে সীমান্ত এলাকা দিয়ে বিস্ফোরকদ্রব্য বাংলাদেশে আনা হচ্ছে এমন গোপন সংবাদ পায় বিজিবি। তেলকুপি এলাকায় সীমান্ত পিলার ১৮০/৭ এস এলাকার একটি আমবাগানে অবস্থানকালে বিজিবি সদস্যরা দেখতে পান, দুইজন ব্যক্তি দুটি প্লাস্টিকের বস্তা নিয়ে ভারতের দিক থেকে বাংলাদেশে আসছে। ওই সময় বিজিবি সদস্যরা তাদের থামতে বললে তারা বস্তা দুটি ফেলে দ্রুত পালিয়ে যায়।
তিনি আরও জানান, ফেলে যাওয়া বস্তা দুটিতে তল্লাশি করে ১২ কেজি বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়। বিস্ফোরকদ্রব্যগুলো বিজিবি ও র্যাবের বোম্ব ডিসপোজাল দলের পরীক্ষায় প্রাথমিক সত্যতা পাওয়া যায়। বিস্ফোরকদ্রব্যগুলো শিবগঞ্জ থানায় জমা দেয়া হয়েছে।