রাজধানীতে সোমবার নির্বাচনি জনসভা করবে আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি থাকবেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজধানীর কলাবাগান মাঠে দুপুর দুইটায় এ সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ যৌথভাবে এ সমাবেশ আয়োজন করছে।
এর আগে জনসভার অনুমতি চেয়ে এর আগে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কাছে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের পক্ষ থেকে চিঠি দেয়া হয়। এর পরিপ্রেক্ষিতে শনিবার ২০ শর্তে দলটিকে সমাবেশ করার অনুমতি দেয় ডিএমপি। ডিএমপি কমিশনারের পক্ষে উপ-পুলিশ কমিশনার (অপারেশনস্) আবু ইউসুফ এ অনুমতিপত্রে স্বাক্ষর করেন।
উল্লেখ্য, ২০ ডিসেম্বর সিলেটে হযরত শাহজালাল ও শাহ পরানের মাজার জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয়েছে আওয়ামী লীগের নির্বাচনি প্রচার। এরই অংশ হিসেবে গোপালগঞ্জ, মাদারীপুর, বরিশালে সশরীরে এবং রংপুর বিভাগের পঞ্চগড় ও লালমনিরহাট, রাজশাহী বিভাগের নাটোর ও পাবনা এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে ভার্চুয়ালি নির্বাচনি জনসভায় বক্তব্য দেন শেখ হাসিনা।
আজকের সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রেীয় ও মহানগরের দুই অংশের নেতারা।