বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মসজিদের মাইকে ভোট চেয়ে শোকজ পেলেন ত্রাণ প্রতিমন্ত্রী

  • প্রতিনিধি, সাভার (ঢাকা)   
  • ৩১ ডিসেম্বর, ২০২৩ ১৭:৪৫

শুক্রবার সাভারের ব্যাংক টাউন জামে মসজিদে জুম্মার নামাজের সময় মুসল্লিদের উদ্দেশ্যে নৌকায় ভোট চেয়ে বক্তব্য দেন ডা. এনামুর রহমান। সে সময় মুসল্লিদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদের জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে আমি চেষ্টা করেছি শতভাগ সততা এবং নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য। আমি মনে করি, শান্তিশৃঙ্খলা-সুশাসন এটা আমি প্রতিষ্ঠা করতে পেরেছি। এই ধারাটা অব্যাহত রাখার জন্য আমি মনে করি নৌকাকে ভোট দেয়া প্রয়োজন।’

ঢাকা-১৯ আসনে (সাভার-আশুলিয়া) মসজিদের মাইকে নৌকার পক্ষে ভোট চাওয়ায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য পদপ্রার্থী ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে শোকজ করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।

রোববার ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ জাকির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নোটিশ প্রদান করা হয়।

ঢাকা জেলার সহাকারী রিটার্নিং কর্মকর্তা ও সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফেরদৌস ওয়াহিদ নৌকার প্রার্থী ডা. এনামুর রহমানকে শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন।

নোটিশে বলা হয়, ‘নির্বাচনি আচরণবিধিতে ধর্মীয় উপাসনালয়ে প্রচারণা চালানোর ব্যাপারে স্পষ্ট নিষেধাজ্ঞা থাকার পরও তা মানছেন না আপনি (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান)। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে তা আপনি নিজেই তুলে ধরছেন। এর আগে শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে সাভারের ব্যাংক টাউন জামে মসজিদে জুম্মার নামাজের সময় মুসল্লিদের উদ্দেশ্যে নৌকায় ভোট চেয়ে বক্তব্য দিয়েছেন। এ সময় মসজিদের মাইকে আপনি বলেন- আপনাদের জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে আমি চেষ্টা করেছি শতভাগ সততা এবং নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য। আমি মনে করি, শান্তিশৃঙ্খলা-সুশাসন এটা আমি প্রতিষ্ঠা করতে পেরেছি। চাঁদাবাজি, জমি দখল, ছিনতাই, রাহাজানি, শিল্প কারখানায় অসন্তোষ, ভাঙচুর, অগ্নিকাণ্ড এগুলো বন্ধ হয়েছে। যার ফলে সাভারে ব্যবসা এবং শিল্প কারখানার অনেক বিকাশ ঘটেছে। অনেক কর্মসংস্থান হয়েছে। সাভার-আশুলিয়া আর্থিক অবস্থার উন্নতি হয়েছে। এই ধারাটা অব্যাহত রাখার জন্য আমি মনে করি নৌকাকে ভোট দেয়া প্রয়োজন।

‘নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকেও লাইভে এসে এই প্রচার তুলে ধরেন আপনি। এর আগে গত ১৯ ডিসেম্বর সাভারের বনগাঁও ইউনিয়নের নগরকোন্ডা এলাকার কোটাপাড়া বাতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদে প্রচারণা চালানোর সময় লাইভে এসেছিলেন আপনি। এই মর্মে অভিযোগ উত্থাপিত হয়েছে এবং সামাজিক মাধ্যমে উল্লিখিত বিষয়গুলোর ভিডিও লিঙ্ক নির্বাচনি কমিটির হাতে এসেছে। সুতরাং আপনার উল্লিখিত কার্য দ্বারা রাজনৈতিক দল ও প্রার্থীর নির্বাচনি আচরণ বিধিমালা ২০০৮-এর ১১ (খ) বিধির স্পষ্ট লঙ্ঘন করেছেন।

‘এমতাবস্থায় উক্ত বিধিমালা লংঘনের কারণে কেন নির্বাচন কমিশনে আপনার বিরুদ্ধে প্রতিবেদন প্রেরণ করা হবে না এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না- তৎমর্মে আগামী ২ ডিসেম্বর দুপুর ১২টার সময় আপনি স্বয়ং কিংবা প্রতিনিধির মাধ্যমে নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো।’

ঢাকা জেলার সহাকারী রিটার্নিং কর্মকর্তা ও সাভারের ইউএনও ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘নির্বাচনি অনুসন্ধান কমিটি নৌকার প্রার্থীকে শোকজের নোটিশ দিয়েছেন। নির্বাচন কর্মকর্তার কাছে সেটি আমি পাঠিয়েছি।’

এ বিভাগের আরো খবর