বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বনশ্রীতে গৃহকর্মীর মরদেহ উদ্ধার, বাড়িতে বিক্ষুব্ধদের আগুন

  • নিজস্ব প্রতিবেদক   
  • ৩১ ডিসেম্বর, ২০২৩ ১৬:২৫

পুলিশ সূত্রে জানা যায়, সকালে বাড়ির সামনে আসমা বেগম নামে এক নারীর মরদেহ পাওয়া যায়। এর পর মানুষ জড়ো হয়ে বাড়ির নিচতলায় ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেয়। আসমা ছাদে গিয়ে সেখানে থেকে পড়ে গিয়ে থাকতে পারে বলে ধারণা করছে বাড়ির মালিক।

রাজধানীর বনশ্রীতে একটি বাড়ির সামনে থেকে এক নারী গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা পাঁচতলা ভবনটির নিচতলায় আগুন লাগিয়ে দেয়।

রোববার সকালের এ ঘটনায় বাড়ির গ্যারেজে থাকা তিনটি গাড়ি ও একটি মোটরসাইকেল পুড়ে যায়। ভবনটির নিচতলাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে বাড়ির সামনে আসমা বেগম নামে এক নারীর মরদেহ পাওয়া যায়। এর পর মানুষ জড়ো হয়ে বাড়ির নিচতলায় ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেয়। আসমা ছাদে গিয়ে সেখানে থেকে পড়ে গিয়ে থাকতে পারে বলে ধারণা করছে বাড়ির মালিক।

বিষয়টি নিশ্চিত করে রামপুরা থানার পরিদর্শক (অপারেশন) মোকলেস রহমান বলেন, ‘ডি ব্লকের ৪ নম্বর সড়কের একটি বাসায় কাজের মেয়ে মারা যাওয়ার সংবাদে পুলিশ ঘটনাস্থলে যায়। আসমা বেগম নামে ওই গৃহকর্মীর মৃত্যুকে কেন্দ্র করে সকাল ৮টা থেকে বাসার সামনে জড়ো হন স্থানীয়রা।

‘এ সময় তারা পুলিশকে মরদেহ উদ্ধার করতে বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। একপর্যায়ে তারা বাড়িটির নিচ তলায় গ্যারেজে রাখা তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দিলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে তিন পুলিশ সদস্য আহত হন।’

বাড়ির মালিকের ছেলে মেহেদী হাসান সকাল ৮টার পর পুলিশকে ফোন করে গৃহকর্মীর বাসার ছাদ থেকে পড়ে মারা যাওয়ার খবর দেন বলে জানায় পুলিশ।

এ বিভাগের আরো খবর