চট্টগ্রাম-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. সালাউদ্দিনের প্রার্থিতা বাতিল করেছে আপিল বিভাগের চেম্বার আদালত।
হলফনামায় সরকারি চাকরির তথ্য গোপন করার অভিযোগে প্রার্থিতা বাতিলসহ এক লাখ টাকার জরিমানা করা হয়েছে তাকে।
আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার আদালত রোববার এ আদেশ দেয়।
জরিমানার টাকা আগামী ৭ দিনের মধ্যে সুপ্রিম কোর্টের চাইল্ড কেয়ার সেন্টারে জমা দিতে বলা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে সিভিল সার্জন ও স্বাস্থ্যের ডিজিকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে আদালত।
এ ছাড়া তথ্য গোপন করে আদালতের সঙ্গে প্রতারণা করায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। মো. সালাউদ্দিন সাংঘাতিক প্রতারণা করেছে বলেও মন্তব্য করেছে আদালত।
আদালতে ইসির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ।