যশোরের ঝিকরগাছায় একটি পিকআপের চাপায় এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।
যশোর-বেনাপোল মহাসড়কের কলাগাছি নামক স্থানে শনিবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রাণ হারানো ২৮ বছর বয়সী আব্দুল আলিম বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের আবু তাহেরের ছেলে।
নিহতের স্বজনদের বরাত দিয়ে নাভারণ হাইওয়ে থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, আব্দুল আলিম ও ফিরোজ যশোরের বাঘারপাড়া থেকে ফুটবল খেলা শেষে রাতে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কলাগাছি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ তাদের মোটরসাইকেলটি চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল আলিমকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, পিকআপটি শনাক্ত করা যায়নি। মরদেহ উদ্ধার করে থানায় আনার পর আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।