বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বছরের শেষ দিনে পূর্ণতা পেল মেট্রোরেল

  • নিজস্ব প্রতিবেদক   
  • ৩১ ডিসেম্বর, ২০২৩ ১০:৪৭

ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, ‘রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন আগের মতোই সকাল ৭টা ১০ মিনিট থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে। আর আগামী তিন মাসের মধ্যে এ অংশে ট্রেন দিয়াবাড়ি-আগারগাঁও অংশের মতো রাত পর্যন্ত চলবে।’

মেট্রোরেলের কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন চালু হয়েছে। এর মধ্য দিয়ে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সব স্টেশনই চালু হলো।

বছরের শেষ দিন রোববার এ দুটি স্টেশনে মেট্রো ট্রেন চলাচলের মাধ্যমে পূর্ণতা পেল ঢাকা মেট্রোরেল।

ঢাকা মাস র‍্যাপিড ট্রানজিট প্রজেক্টের (লাইন ৬) উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) তরফদার মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত রোববার মেট্রোরেলের সব স্টেশনে মেট্রো ট্রেন থামবে। তবে এখনই সময়সূচির কোনো পরিবর্তন হচ্ছে না বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। সর্বশেষ ১৩ ডিসেম্বর চালু হয় মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি স্টেশন।

এর আগে বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অফিসে এক সংবাদ সম্মেলনে মেট্রোরেলের কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন চালু হওয়ার বিষয়টি জানানো হয়।

ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, ‘রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন আগের মতোই সকাল ৭টা ১০ মিনিট থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে। আর আগামী তিন মাসের মধ্যে এ অংশে ট্রেন দিয়াবাড়ি-আগারগাঁও অংশের মতো রাত পর্যন্ত চলবে।’

তিনি আরও বলেন, ‘গত বছর থার্টি ফার্স্টের রাতে উড়ানো ফানুসের কারণে মেট্রো রেলের ক্যাটানারিতে পড়ে মেট্রো ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছিল। তাই এবার ফানুস উড়ানো বন্ধের ব্যবস্থা নিতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে চিঠি দেয়া হয়েছে।’

উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের মোট ১৬টি স্টেশন রয়েছে। এর মধ্যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মেট্রো ট্রেন চলাচল করছে। আর উত্তরা থেকে আগারগাঁও অংশ পর্যন্ত সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলাচল করছে মেট্রো ট্রেন।

এ বিভাগের আরো খবর