রাজধানীর হাতিরপুলে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদের নির্বাচনি প্রচারের মিছিলে হাতাহাতির ঘটনায় ১০ জন আহত হয়েছে। তারা সবাই আওয়ামী লীগের কর্মী।
শনিবার বেলা ২টার দিকে হাতিরপুলের সেন্ট্রাল রোডে মিছিলের আগের যাওয়া নিয়ে এই হাতাহাতির ঘটনা ঘটে। আহত ১০ জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
আহতরা হলেন- অতীন্দ্র, শিশির, জনি, রাসেল, মাহি, ইব্রাহিম, আরিফ, সোহেল, জলিল ও উজ্জল।
আহতদের হাসপাতালে নিয়ে আসা মহানগর আওয়ামী লীগের ১৮ নম্বর ওয়ার্ডের ইউনিট সভাপতি মোশাররফ হোসেন বলেন, ‘আজ (শনিবার) দুপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদের নির্বাচনি প্রচারণায় মিছিল বের হয়। এ সময় পেছন থেকে বহিরাগত কিছু কর্মী মিছিলের সামনের কাতারে যাওয়ার জন্য ধাক্কাধাক্কি শুরু করে।
‘বিষয়টি নিয়ে আমাদের সঙ্গে তাদের তর্ক-বির্তক হয়। এ সময় ওদের পক্ষ হয়ে ২০-২৫ জন লাঠিসোটা নিয়ে হামলা করে এবং আমাদের কর্মীদের কিল-ঘুষি মারতে থাকে। এতে আমাদের ১০ জন আহত হয়।’
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ‘হাতিরপুলে নির্বাচন প্রচার চলাকালে মিছিলে অংশগ্রহণকারী কর্মীরা কে কার আগে সামনে যাবে তা নিয়ে তর্ক-বিতর্ক এক পর্যায়ে মারামারিতে জড়িয়ে পড়ে। এতে ১০জন আহত হয়।
‘তবে আহতদের আঘাত গুরুতর নয়। ইতোমধ্যে নয়জন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে চলে গেছে। বাকি একজনকেও চিকিৎসা শেষে দ্রুতই ছেড়ে দেয়া হবে।’
বিষয়টি নিউমার্কেট থানা অবগত আছে বলে জানান তিনি।