আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্থানীয় নির্বাচন পর্যবেক্ষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দেশের বৃহত্তম নির্বাচন পর্যবেক্ষক মোর্চা ইলেকশন মনিটরিং ফোরামের (ইএমএ) উদ্যোগে শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী বলেন, ‘দেশি-বিদেশি পর্যবেক্ষকদের নজর কেড়েছে এবারের নির্বাচন; ভোটারদের উপস্থিতির ওপর নির্ভর করছে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা। নির্বাচনপূর্ব পরিস্থিতি, নির্বাচনকালীন ও পরবর্তী সময়ের সরকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা পর্যবেকক্ষণ করছে দেশ ও বিদেশের পর্যবেক্ষকগণ। দলীয় সরকারের অধীনে যে প্রভাবমুক্ত ও গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে- সেটি প্রমাণ করতে হবে সরকার ও নির্বাচন কমিশনকে। দেশের মানুষ ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে। নির্বাচন বর্জনকারী রাজনৈতিক দলসমূহের কর্মী, সমর্থক ও নির্বাচন-বিরোধী প্রচারণার কারণে ৩০ থেকে ৩৫ শতাংশ ভোটার ভোটদানে বিরত থাকতে পারে বলে মনে করছেন দেশি ও আন্তর্জাতিক পর্যবেক্ষকগণ।’
প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা আরও বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আন্তর্জাতিক সম্প্রদায় দেশি-বিদেশি পর্যবেক্ষকদের নজর কেড়েছে। বহির্বিশ্বে নির্বাচনের গ্রহণযোগ্যতার ক্ষেত্রে বিদেশি পর্যবেক্ষকদের উপস্থিতিও সহায়ক ভূমিকা রাখবে এবং নির্বাচনকে আরও প্রাণবন্ত করবে।’
ইএমএফ-এর চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলীর সভাপতিত্বে কর্মশালায় অংশগ্রহণ করেন- সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি ও আপিল বিভাগের সাবেক বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজী রিয়াজুল হক, ইলেকশন মনিটরিং ফোরামের পরিচালকবৃন্দ যথাক্রমে সাবেক নির্বাচন কমিশনার মো. শাহ্ নেওয়াজ, ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. হাবিবুর রহমান, বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খান, বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল ইসলাম, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপ—উপাচার্য অধ্যাপক ড. আহমেদ আবুল কালাম আজাদ, তানভীরুল ইসলাম ও মোহাম্মদ ইকবাল বাহার।