ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- আবদুস সাত্তারের ছেলে জামাল উদ্দিন, তার মেয়ে চার বছরের অনিকা আক্তার ও ছয় বছর বয়সী ফারিয়া আক্তার ফাইজা এবং জামাল উদ্দিনের মা আনোয়ারা বেগম।
শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের ঘোষপালা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নান্দাইল মডেল থানার ওসি আবদুল মজিদ স্বজনদের বরাত দিয়ে নিউজবাংলাকে বলেন, ‘জামাল উদ্দিন ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। শনিবার বিকেলে চার্জে দেয়া অটোরিকশাটি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ঘর থেকে বের করতে যান জামাল।
নান্দাইলে শনিবার বিদ্যুৎস্পৃষ্ট মারা যান একই পরিবারের চারজন। ছবি: নিউজবাংলা
‘এদিকে আগে থেকেই খোলা তারে জড়িয়ে পুরো অটোরিকশাটি বিদ্যুতায়িত হয়ে যাওয়ায় ছোঁয়ামাত্রই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তার দুই মেয়ে অনিকা ও ফাইজা তাকে ধরলে তারাও আটকে যায়। ঘটনাটি দেখে তার মা আনোয়ারা বেগম ছেলে ও দুই নাতনীকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এভাবে ঘটনাস্থলেই চারজন প্রাণ হারান।’
এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে বলে জানান ওসি।