রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, শুক্রবার রাত সোয়া ১টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর এলাকা থেকে মোটরসাইকেলে সরফভাটার নিজ বাসায় ফিরছিলেন। পথে রোয়াজারহাট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি চাঁদের গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চাঁদের গাড়িচাপায় এক সাংবাদিক নিহত হয়েছেন।
চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রোয়াজারহাট এলাকায় শুক্রবার রাত সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রাণ হারানো ৩০ বছর বয়সী ইমরান হোসেন উপজেলার সরফভাটা ইউনিয়নের সিকদারপাড়ার বাসিন্দা ছিলেন। তিনি দৈনিক আমাদের সময় পত্রিকার রাঙ্গুনিয়া প্রতিনিধি ছিলেন।
রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, শুক্রবার রাত সোয়া ১টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর এলাকা থেকে মোটরসাইকেলে সরফভাটার নিজ বাসায় ফিরছিলেন। পথে রোয়াজারহাট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি চাঁদের গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।