গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার অপরাধের অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা করেছে দক্ষিণ আফ্রিকা।
আইসিজেতে শুক্রবার মামলার আবেদনটি করা হয় বলে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।
গত ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে গাজার শাসক দল হামাসের প্রাণঘাতী হামলার পর প্রায় তিন মাস ধরে উপত্যকায় বিরামহীন বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। এর সঙ্গে বেশ কিছুদিন ধরে চলছে স্থল হামলাও।
গাজায় ইসরায়েলি বাহিনীর বোমা ও গোলায় ২১ হাজার পাঁচ শর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। বোমায় ধ্বংস হয়েছে উপত্যকার বিপুলসংখ্যক বাড়িসহ বিভিন্ন স্থাপনা।
মামলার আবেদনে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যামূলক বৈশিষ্ট্যের দাবি করে দক্ষিণ আফ্রিকা। এর কারণ হিসেবে বলা হয়েছে, ইসরায়েলের তৎপরতার উদ্দেশ্য ফিলিস্তিনের জাতীয়, বর্ণগত ও জাতিগত গোষ্ঠীর উল্লেখযোগ্য হারে বিনাশ।
আবেদনে আরও বলা হয়, ইসরায়েলের কর্মকাণ্ডের মধ্যে রয়েছে গাজায় ফিলিস্তিনিদের হত্যা, তাদের মারাত্মক শারীরিক ও মানসিক ক্ষতিসাধন।