বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আহত হাড়গিলা নিয়ে হাসপাতালে পাখিপ্রেমী লিটু

  • প্রতিনিধি, কুড়িগ্রাম   
  • ৩০ ডিসেম্বর, ২০২৩ ০৯:৩২

কুড়িগ্রাম সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আল মামুন বলেন, ‘একটি আহত পাখিকে নিয়ে আসা হয়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে কিছু ওষুধ লিখে দিয়েছি। আশা করা হচ্ছে পাখিটি স্বাভাবিক হবে।’

শিকারির ছোড়া গুলিতে আহত একটি হাড়গিলা পাখিকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ অফিসে নিয়ে গেছেন জহুরুল ইসলাম লিটু নামের এক পাখিপ্রেমী।

পাখিটিকে শুক্রবার রাত সাতটার দিকে চিকিৎসা দেয়া হয়।

এর আগে জেলা সদরের মোগলবাসা ইউনিয়ন থেকে পাখিটিকে উদ্ধার করেন লিটু, যিনি পৌর শহরের বাসিন্দা।

পাখিটিকে প্রাণিসম্পদ অফিসে চিকিৎসা জন্য নিয়ে আসায় প্রশংসায় ভাসছেন তিনি।

স্থানীয় রবিউল ইসলাম নামের একজন বলেন, ‘আমি দোকানে আসছি খরচ নিতে। এসে দেখি জহুরুল নামের একজন একটা আহত পাখিকে চিকিৎসার জন্য নিয়ে আসছে। কেউ একজন পাখিটিকে গুলি করেছে। দেখে খুবই ভালো লাগছে।

‘পাখিটিকে বাঁচাতে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পাখি প্রাকৃতিক সম্পদ; পরিবেশের ভারসাম্য রক্ষা করে। দোয়া করি পাখিটি বেঁচে থাক।’

পাখি উদ্ধারকারী জহুরুল ইসলাম লিটু বলেন, ‘আজ (শুক্রবার) দুপুরের দিকে একটি পাখি পেয়েছি। দেখি কেউ একজন গুলি করেছে। তাকে বাঁচাতে কুড়িগ্রাম প্রাণিসম্পদ অফিসে আনছি; চিকিৎসার ব্যবস্থা করেছি।

‘ডাক্তার ওষুধ লিখে দিয়েছে। খাওয়ানোর পর দেখি কী অবস্থা দাঁড়ায়। পাখিটি আমার হেফাজতেই থাকবে।’

কুড়িগ্রাম সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আল মামুন বলেন, ‘একটি আহত পাখিকে নিয়ে আসা হয়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে কিছু ওষুধ লিখে দিয়েছি। আশা করা হচ্ছে পাখিটি স্বাভাবিক হবে।’

এ বিভাগের আরো খবর