বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সিরাজগঞ্জ ও পাবনায় স্বতন্ত্র প্রার্থীদের ভোটের প্রচারে নৌকার হানা

  •    
  • ২৯ ডিসেম্বর, ২০২৩ ২৩:৪২

শুক্রবার সন্ধ্যার কিছু আগে সিরাজগঞ্জের তাড়াশে স্বতন্ত্র প্রার্থী সাখাওয়াত হোসেন সুইটের নির্বাচনি গণসংযোগে নৌকার সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। প্রায় একই সময়ে পাবনা-১ আসনের সাঁথিয়ায় স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদের নির্বাচনি প্রচার মিছিলে হামলার খবর পাওয়া যায় পাশের জেলা পাবনায়।

রাজশাহী বিভাগের পাশাপাশি দুই জেলায় শুক্রবার সন্ধ্যার দিকে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি প্রচারে হামলার খবর পাওয়া গেছে। আর এ ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে আওয়ামী লীগ মনোনীত নৌকার কর্মী-সমর্থকদের দিকে।

শুক্রবার সন্ধ্যার কিছু আগে সিরাজগঞ্জের তাড়াশে স্বতন্ত্র প্রার্থী সাখাওয়াত হোসেন সুইটের নির্বাচনি গণসংযোগে নৌকার সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। প্রায় একই সময়ে পাবনা-১ আসনের সাঁথিয়ায় স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদের নির্বাচনি প্রচার মিছিলে হামলার খবর পাওয়া যায় পাশের জেলা পাবনায়।

এসব ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আটক হয়েছেন নৌকার এক সমর্থক।

পাবনায় ট্রাকের মিছিলে হামলা, পাল্টাপাল্টি দোষারোপ

পাবনা-১ আসনের সাঁথিয়ায় স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদের নির্বাচনি প্রচার মিছিলে নৌকা সমর্থকদের হামলা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক বেড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রশিদ দুলালসহ ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় সাঁথিয়া পৌর সদরের বোয়ালমারী বাজারে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৬ জনকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শুক্রবার বিকেলে বোয়ালমারী বাজারে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাঈদের নির্বাচনি পথসভা অনুষ্ঠিত হয়। সভা শেষে স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকের পক্ষে নির্বাচনি মিছিল বের করেন নেতা-কর্মী ও সমর্থকরা। মিছিলটি উপজেলা আওয়ামী লীগের অফিস পার হওয়ার সময় পেছন থেকে ইট-পাটকেল ছুড়ে অতর্কিত হামলা চালায় নৌকার কর্মী-সমর্থকরা। সে সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হন। আহতদের সাঁথিয়া ও বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন- ৫০ বছর বয়সী আব্দুর রশিদ দুলাল, ২৮ বছর বয়সী সজল হোসেন, ৩০ বছর বয়সী মনোয়ার হোসেন ও ২৮ বছর বয়সী সাব্বির হোসেন।

এ বিষয়ে সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার বলেন, ‘অধ্যাপক আবু সাঈদের নির্বাচনি পথসভা শেষে আমরা মিছিল নিয়ে উপজেলা আওয়ামী লীগের অফিস পার হচ্ছিলাম। এ সময় পেছন থেকে উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকনের নেতৃত্বে নৌকার সমর্থকরা আমাদের ওপর হামলা করেন। এতে আমাদের ৭-৮ জন আহত হয়েছেন।’

তবে অভিযুক্ত উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের অফিসে বসে ছিলাম। এ সময় অধ্যাপক আবু সাঈদের সমর্থকরা মিছিল থেকে আমাদের নেতা-কর্মীদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। তখন আমরা দৌঁড়ে আওয়ামী লীগের অফিসে যাই। এ সময় উভয় পক্ষের মধ্যে একটু পাল্টাপাল্টি ধাওয়া দেয়ার ঘটনা ঘটেছে। অধ্যাপক আবু সাঈদের সমর্থকরা আওয়ামী লীগের অফিস ভাঙচুর করেছে। এই ঘটনায় আমাদেরও ৩-৪ জন আহত হয়েছেন।’

সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী বলেন, ‘ঘটনার সময় আমি এলাকায় ছিলাম না। পরে সংঘর্ষের বিষয়টি শুনেছি। পুরো বিষয়টি আমার জানা নেই। জেনে তারপর বিস্তারিত বলতে পারব।’

সাঁথিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। পুরো বিষয়টা আমরা তদন্ত করে দেখছি।’

সিরাজগঞ্জে ঈগলের গণসংযোগে নৌকার হানা

এর আগে শুক্রবার সন্ধ্যার কিছু আগে সিরাজগঞ্জের তাড়াশে স্বতন্ত্র প্রার্থী সাখাওয়াত হোসেন সুইটের নির্বাচনি গণসংযোগে নৌকার সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায়ও অন্তত ১০ জন আহত হয়েছেন বলে দাবি স্বতন্ত্র প্রার্থীর। ঘটনার পর মুনজিল তালুকদার নামে নৌকার এক সমর্থককে আটক করেছে পুলিশ।

তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের কুন্দইল বাজারে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ঈগল প্রতীকের সমর্থক আইয়ুব আলী ও হাসানের নাম জানা গেছে।

ঘটনার পর স্বতন্ত্র প্রার্থী সাখাওয়াত হোসেন সুইট নিউজবাংলাকে বলেন, ‘আমরা ভোটারদের কাছে গিয়ে শান্তিপূর্ণভাবে লিফলেট দিয়ে ভোট প্রার্থনা করছিলাম। এ সময় নৌকার অফিসে থেকে এসে আমাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে আমার সমর্থক আইয়ুব আলী ও হাসানসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।’

অভিযোগের বিষয়ে নৌকার প্রার্থী আব্দুল আজিজের মন্তব্য জানতে তার মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী সুইটের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে শুনেছি।’

ঘটনাস্থলে উপস্থিত তাড়াশ থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী সাখাওয়াত হোসেন সুইট দোকানে দোকানে লিফলেট দিয়ে ভোট প্রার্থনার সময় পেছন থেকে নৌকার সমর্থকরা এসে কিল-ঘুষি ও চড়-থাপ্পড় দেয়া শুরু করে। আমি তাৎক্ষণিক সুইট সাহেবকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে দু’পক্ষকে শান্ত করেছি।’

তাড়াশ থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় মামলা দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

নিউজবাংলার পাবনা ও সিরাজগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে।

এ বিভাগের আরো খবর