বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আমি এখন উভয় সংকটে: তৈমূর

  • প্রতিনিধি, নারায়ণগঞ্জ   
  • ২৯ ডিসেম্বর, ২০২৩ ২১:৪০

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে তৃণমূল বিএনপির প্রার্থী তৈমূর আলম খন্দকার বলেন, ‘বিএনপির লোক আমার সঙ্গে আছে বলেই তো যখন আমাকে বহিষ্কার করেছে তখন মহানগর বিএনপির সেক্রেটারি এটিএম কামালকেও বহিষ্কার করা হয়েছে। তবে বহিষ্কারটা সঠিক না বেঠিক হয়েছে তা সময় বলবে।’

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে তৃণমূল বিএনপির প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, ‘আমি তো এখন উভয় সংকটে রয়েছি। যদি বলি সে আমাকে সমর্থন দিয়েছে, তাহলে পল্টন অফিস থেকে তাকে বহিষ্কারের চিঠি ধরিয়ে দেবে। জেলা মহিলা দলের প্রচার সম্পাদিকা ফাতেমাকে গতকাল (বৃহস্পতিবার) বহিষ্কার করে দিয়েছে।’

শুক্রবার নির্বাচনি প্রচারকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে তৈমূর আলম বলেন, ‘আমার ফুল ফ্যামিলি বিএনপি। আমার ভাই যদি আমার সঙ্গে কাজ না করে তাহলে একটা অপবাদ হবে। অতএব আপনারা তদন্ত করে দেখেন আমার ভাইসহ আত্মীয়-স্বজনরা আমার সঙ্গে আছে কিনা।’

তিনি বলেন, ‘বিএনপির লোক আমার সঙ্গে আছে বলেই তো যখন আমাকে বহিষ্কার করেছে তখন মহানগর বিএনপির সেক্রেটারি এটিএম কামালকেও বহিষ্কার করা হয়েছে।

‘তবে বহিষ্কারটা সঠিক না বেঠিক হয়েছে তা সময় বলবে। এ নিয়ে প্রতিবাদ করবো না। বহিষ্কার করতে করতে আজ বি-চৌধুরী দলে নেই। কর্নেল অলি দলে নেই। ব্যারিস্টার নাজমুল হুদা দলে নেই। তানভীর আহম্মেদ সিদ্দিকি দলে নেই।

‘হৃদয়ে রক্তক্ষরণ যা হওয়ার হবে, এটা সময় বলে দেবে। আমি জোর গলায় বলছি, বিএনপির নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার করা হচ্ছে, এটা অন্যায়।’

তৃণমূল বিএনপির এই প্রার্থী বলেন, ‘আমি কোন প্রতিদ্বন্দ্বীকে বড় করে দেখি না। আবার কাউকে ছোট করেও দেখি না। প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বীই; প্রতিদ্বন্দ্বিতার বিষয়টা নির্ভর করে জনগণের সিদ্ধান্তের ওপর।’

নিজের নির্বাচনি প্রচারে নিত্যনতুন গাড়ির ব্যবহার প্রসঙ্গে তৈমূর বলেন, ‘আমার ভাগ্নে রেডিওয়ান শো-রুমের মালিক। তার দেয়া একটি গাড়িতে ভোটের প্রচার চালাই। আর আমি যে গাড়িগুলো আনি সেগুলো ভাড়ায় আনি। আজকে আমি নিজ এলাকায় গণসংযোগ করবো। তাই আজকে আনতে না করেছি। আগামীকাল থেকে আবার সে একেক দিন একেক গাড়ি দেবে।

তৃণমূল বিএনপির মহাসচিব আরও বলেন, ‘নির্বাচনে অর্থের প্রভাবটাও কিন্তু আচরণ বিধিবর্হিভূত। এজন্য বলা আছে নির্বাচনে ২৫ লাখ টাকার বেশি কেউ খরচ করতে পারবেন না। এটা নির্বাচন কমিশনের বিষয়, ওনারা দেখবেন। নির্বাচন যেন অর্থের প্রভাবমুক্ত হয় এগুলো দেখা উচিত।’

এ বিভাগের আরো খবর