কুমিল্লার বুড়িচংয়ে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের ভাত ও মাংস খাওয়ানোর দায়ে এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে জরিমানা করা হয়েছে। এ সময় রান্না করা ভাত ও মাংস এতিমখানায় বিতরণ করা হয়।
শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বুড়িচং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ছামিউল ইসলাম।
এ সময় ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেনর সমর্থক মো. আবুল খায়েরকে ১০ হাজার টাকা জরিমানা করেন তিনি।
ছামিউল ইসলাম জানান, বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহানের বাড়িতে স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেনের পক্ষে ভোটারদের মাঝে ভাত ও মাংস খাওয়ানোর আয়োজন করা হয়। এই অপরাধে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮-এর ১০(চ) বিধি ভঙ্গে ১৮(১) বিধি মোতাবেক প্রার্থীর পক্ষে মো. আবুল খায়ের নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
এরপর জব্দকৃত খাবার বাকশূমূল ইউনিয়নের আজ্ঞাপুর এতিমখানার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে বলে জানান বুড়িচং উপজেলার সহকারী কমিশনার (ভূমি)।