বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘এ কে আজাদের নির্বাচন করিস কেন বলে মার শুরু’

  • প্রতিনিধি, ফরিদপুর   
  • ২৯ ডিসেম্বর, ২০২৩ ১৫:০৬

হামলার বিষয়ে এ কে আজাদের সমর্থক সিদ্দিক শেখ বলেন, “আমি সকালে বাড়ি থেকে বের হয়ে আমাদের ঈগল প্রতীকের অফিসে যাচ্ছি। আক্কাস আলী বাজারে পৌঁছালে নৌকার সমর্থক হালিম শেখ আমাকে দেখে বলে, ‘এই শালা তুই একে আজাদের নির্বাচন করিস কেন?’ তখন আমি বলি, ‘একে আজাদ একজন ভালো লোক। তাই তার নির্বাচন করি।’ তখন সে আমারে বলে, ‘তুই স্বতন্ত্র প্রার্থী ঈগলের নির্বাচন করতে পারবি না।’ এই বলেই বাজারের মধ্যে আমারে ধইরা মার শুরু করে। কিল-ঘুষি, লাথি মেরে মাটিতে ফেলাইয়া পাড়াইছে।”

ফরিদপুর-৩ (সদর) আসনের নর্থ চ্যানেল ইউনিয়নে হামলার শিকার হওয়ার কথা জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের দুই সমর্থক।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আহত দুজন হলেন আবদুল আজিজ শেখ ও সিদ্দিক শেখ। তাদের ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

হামলার বিষয়ে এ কে আজাদের সমর্থক সিদ্দিক শেখ বলেন, “আমি সকালে বাড়ি থেকে বের হয়ে আমাদের ঈগল প্রতীকের অফিসে যাচ্ছি। আক্কাস আলী বাজারে পৌঁছালে নৌকার সমর্থক হালিম শেখ আমাকে দেখে বলে, ‘এই শালা তুই একে আজাদের নির্বাচন করিস কেন?’ তখন আমি বলি, ‘একে আজাদ একজন ভালো লোক। তাই তার নির্বাচন করি।’ তখন সে আমারে বলে, ‘তুই স্বতন্ত্র প্রার্থী ঈগলের নির্বাচন করতে পারবি না।’ এই বলেই বাজারের মধ্যে আমারে ধইরা মার শুরু করে। কিল-ঘুষি, লাথি মেরে মাটিতে ফেলাইয়া পাড়াইছে।”

হামলায় আহত আবদুল আজিজ শেখ বলেন, “আমি বাজারে এসে হালিমকে বলছি, ‘তুই আমার ভাতিজাকে মারলি ক্যা। আমরা এ কে আজাদের নির্বাচন করছি। সে একজন ভালো মানুষ। তোদের সমস্যা কী?’ এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার ওপরও হামলা করে কিল-ঘুষি মারে এবং পাড়াইছে। ওরা প্রতিদিন হুমকি দেয়। আমাদের পোস্টার, ব্যানার ছিঁড়ে ফেলায়।”

এ বিষয়ে ফরিদপুর জেনারেল হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. ইকরাম হোসেন জানান, তাদের শরীরের বিভিন্ন জায়গায় কিল-ঘুষি ও মারের কিছু চিহ্ন রয়েছে। তাদের ভর্তি করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করে আরও কী সমস্যা হয়েছে, পরে জানা যাবে।

এ বিভাগের আরো খবর