আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে আর দুই দিন গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি দিয়েছে বিএনপি।
গত মঙ্গলবার থেকে শুরু হওয়া টানা তিন দিনের কর্মসূচির শেষ দিন বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।
রিজভী বলেন, ‘অবৈধ আওয়ামী সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে, নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে আগামীকাল ২৯ ডিসেম্বর (শুক্রবার) ও ৩০ ডিসেম্বর (শনিবার) গণসংযোগ ও লিফলেট বিতরণ।’
তিনি জানান, গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত ৪২৩টি মামলায় বিএনপির ১১ হাজার ৭৫৫ জনের বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে ৪৫ হাজার ৫৫৩ জনের বেশি নেতা-কর্মীকে।