জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় মসজিদের টয়লেট থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
আশুলিয়া থানা পুলিশ বৃহস্পতিবার রাত আটটার দিকে মরদেহটি উদ্ধার করে।
প্রাণ হারানো ব্যক্তির নাম মো. দানিছুর রহমান। ৭০ বছর বয়সী দানিছুর জাবির শরবত ব্যবসায়ী মোহাম্মদ আলীর বাবা।
ঢাকার লালবাগ থানার শহিদনগর এলাকার তিন নম্বর গলির বাসিন্দা দানিছুর ছেলের কাছে বেড়াতে এসেছিলেন।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পরিচ্ছন্নতাকর্মী মহিদুল ইসলাম বিকেল সাড়ে চারটার দিকে কেন্দ্রীয় মসজিদের টয়লেট পরিষ্কার করতে গেলে ভেতর থেকে দরজা বন্ধ পান। পরে কিছু সময় অপেক্ষার পর দরজায় ধাক্কা দিয়ে কোনো সাড়া না পেয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীকে ডেকে নিয়ে আসেন।
এ বিষয়ে মহিদুল ইসলাম বলেন, ‘আমি টয়লেট থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে নিরাপত্তাকর্মী জাকারিয়াকে নিয়ে আসি। জাকারিয়া দরজার ওপরের ফাঁক দিয়ে দেখতে পায় এক ব্যক্তি অজ্ঞান হয়ে পড়ে আছে। পরে আমরা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় ফোন দিই।’
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান কর্মকর্তা সুদীপ্ত শাহিন বলেন, ‘মসজিদের পরিচ্ছন্নতাকর্মী মহিদুল প্রতিদিনের মতোই মসজিদের টয়লেট পরিষ্কার করার জন্য যায়, কিন্তু আজকে সে টয়লেটের দরজা দীর্ঘসময় বন্ধ থাকায় নিরাপত্তা কর্মীদের জানায়।
‘তখন আমাদের নিরাপত্তা কর্মীরা আসে এবং আশুলিয়া থানার পুলিশদের জানায়। পরে আশুলিয়া থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে। লাশ শনাক্ত করা গেছে। বাকি বিষয়গুলো পুলিশ দেখবে।’
এ বিষয়ে জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুর আলম মিয়া বলেন, ‘আমরা খোঁজ পেয়ে টয়লেট থেকে লাশ উদ্ধার করি। উদ্ধারের পর লাশ শনাক্ত করা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে তিনি স্ট্রোক করে মারা গেছেন।
‘এখন নিয়ম অনুযায়ী ময়নাতদন্ত করতে হবে, তবে তার পরিবার যদি মনে করে ময়নাতদন্তের প্রয়োজন নেই, তাও আইনি প্রক্রিয়া অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।’