শীর্ষ ঋণখেলাপি চট্টগ্রামের ব্যবসায়ী নূরজাহান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জহির আহমেদ রতন ঢাকা থেকে গ্রেপ্তার হয়েছেন।
বৃহস্পতিবার রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম কোতোয়ালি থানার ওসি এসএম ওবায়েদুল হক জানান, নূরজাহান গ্রুপের এমডি জহির আহমেদ রতনের নামে বেশ কয়েকটি মামলায় ওয়ারেন্ট রয়েছে। এরই প্রেক্ষিতে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাকে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে।
সূত্র জানায়, জহির আহমেদ রতন প্রায় ছয় হাজার কোটি টাকা ঋণখেলাপি। খাতুনগঞ্জে ভোগ্যপণ্যের ব্যবসা করতেন তিনি। ২০১১-২০১২ সালে ব্যবসার জন্য তিনি এসব ঋণ নিয়েছিলেন। অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, কমার্স ব্যাংক, সাউথইস্ট ব্যাংকসহ আরও বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে তা পরিশোধ করেননি।
তার বিরুদ্ধে ২০টির বেশি মামলা চলমান রয়েছে। অর্থঋণ আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাসহ দেশ ত্যাগের নিষেধাজ্ঞা প্রদান করেছে।