থার্টি ফার্স্ট নাইটে মেট্রোরেলের লাইনের আশপাশে ফানুস বা অনুরূপ বস্তু না ওড়াতে ঢাকাবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
রাজধানীর ইস্কাটনের প্রবাসী কল্যাণ ভবনে বৃহস্পতিবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অনুরোধ করেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক।
তিনি বলেন, ‘গত বছর থার্টিফার্স্ট নাইটে ফানুস বা অনুরূপ বস্তু ওড়ানোর কারণে সেগুলোর অবশিষ্ট অংশ এসে মেট্রোরেলের বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে গিয়েছিল। ফলে ১ ও ২ জানুয়ারি আমরা নির্ধারিত সময়ে মেট্রোরেল চালাতে পারিনি। সেগুলো পরিষ্কার করে মেট্রোরেল চালানোর ব্যবস্থা করতে হয়েছে।
‘তাই আমরা নগরবাসীকে অনুরোধ করব, থার্টিফার্স্ট নাইটে যেন মেট্রোরেল লাইনের আশপাশের এক কিলোমিটারের মধ্যে ফানুস বা অনুরূপ বস্তু ওড়ানো না হয়।’
এমডি বলেন, ‘এবার আমরা ডিএমপি কমিশনারের কাছে চিঠি দিয়েছি। যেহেতু তিনি অনেকগুলো নিষেধাজ্ঞা থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে দিয়ে থাকেন, সেই নিষেধাজ্ঞার মধ্যে যেন এগুলো অন্তর্ভুক্ত করা হয়।’
ফানুস ওড়ানোর রোধের বিষয়ে মেট্রোরেল কর্তৃপক্ষও এবার তৎপর থাকবে জানিয়ে তিনি বলেন, ‘মেট্রোরেলের ২০ দশমিক ১০ কিলোমিটারের রুট অ্যালাইনমেন্টকে আমরা সাত ভাগে ভাগ করেছি। আমরা থার্টি ফার্স্ট নাইটে রাত ৩টা থেকে আমাদের টিম দিয়ে মেট্রোরেলের সেই লাইন পরীক্ষা করব, যাতে কোনো ধরনের বস্তু না থাকে, তবে আমাদের প্রত্যাশা রুট অ্যালাইনমেন্টের উভয় পাশের এক কিলোমিটারের মধ্যে যেন ফানুস ওড়ানো না হয়। তাহলে মেট্রোরেল চলাচল অব্যাহত থাকবে এবং ঢাকাবাসীকে আমরা সেবা দিতে পারব।’