বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভাই হত্যার প্রতিশোধ নিতে চুরির পিস্তল দিয়ে রমজানকে খুন

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২৮ ডিসেম্বর, ২০২৩ ১৯:৩০

ডিবির ভাষ্য, রমজানকে হত্যার মূল পরিকল্পনাকারী মনির ওরফে পিচ্চি মনির। চুরি করা অস্ত্র ব্যবহার করে পেট কাটা রমজানকে হত্যা করেন তিনি। অস্ত্রটি মাদকের বিনিময়ে কিনেছিলেন মনির।

ভাই হত্যার প্রতিশোধ নিতে রাজধানীর কামরাঙ্গীচরের মুসলিমবাগ এলাকায় গত ১৭ অক্টোবর বাসার সামনে রমজান আলী ওরফে পেটকাটা রমজানকে গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

রাজধানীর মিন্টো রোডে বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

ডিবির ভাষ্য, রমজানকে হত্যার মূল পরিকল্পনাকারী মনির ওরফে পিচ্চি মনির। চুরি করা অস্ত্র ব্যবহার করে পেট কাটা রমজানকে হত্যা করেন তিনি। অস্ত্রটি মাদকের বিনিময়ে কিনেছিলেন মনির।

খাগড়াছড়ি থেকে পিচ্চি মনিরকে বুধবার গ্রেপ্তার করা হয় বলে জানায় ডিবি।

হারুন অর রশীদ জানান, অনেক পরিকল্পনার পর শেষ পর্যন্ত ১৭ অক্টোবর সফল হয় মনির গ্রুপ। নিখুঁত পরিকল্পনা করে পেটকাটা রমজানকে হত্যা করে তারা।

তার ভাষ্য, জুয়েল মাহমুদ আপন ওরফে চোর আপন ও রাব্বী নামের দুই পেশাদার চোর কেরানীগঞ্জের একটি বাসায় স্বর্ণালংকার চুরি করতে গিয়ে গুলিভর্তি ম্যাগাজিনসহ দুটি পিস্তল চুরি করে নিয়ে আসে। পরে জুয়েলের কাছ থেকে এক হাজার ইয়াবা বড়ি ও সাত কেজি গাঁজার বিনিময়ে একটি পিস্তল কিনে নেন পিচ্চি মনির। এরপর এই অস্ত্র দিয়ে মনির হত্যার পরিকল্পনা করেন।

ডিএমপি ডিবির প্রধান বলেন, ২০১৭ সালে বড় ভাইকে হত্যা, মনিরের স্ত্রীর সঙ্গে পরকীয়া ও মাদক নিয়ে রমজানের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয় মনিরের। পরে চুরি করা সেই পিস্তল দিয়েই গত ১৭ অক্টোবর রাতে পাঁচটি গুলি করে পেটকাটা রমজানকে খুন করেন পিচ্চি মনির, চোরা জুয়েল ও টাইগার মনির। এ ঘটনায় গত ৯ নভেম্বর অস্ত্র ও গুলিসহ টাইগার রাব্বি, আলী হোসেন ও সাগরকে গ্রেপ্তার করা হয়। তাদের দেয়া তথ্য ও আদালতে জবানবন্দির ভিত্তিতে উঠে আসে, এ হত্যার মূল পরিকল্পনাকারী পিচ্চি মনির ও চোরা জুয়েল।

হারুন অর রশীদ জানান, রমজানকে হত্যার ঘটনায় তার বোন বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলার তদন্তে নেমে একটি অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করে ডিবির লালবাগ বিভাগ, তবে সুকৌশলে আত্মগোপনে ছিলেন পিচ্চি মনির।

তিনি আরও জানান, গ্রেপ্তার এড়াতে পিচ্চি মনির নারায়ণগঞ্জের পাগলা, বান্দরবান এবং খাগড়াছড়িসহ বিভিন্ন এলাকায় আত্মগোপন করেন। গত বুধবার খাগড়াছড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে কামরাঙ্গীরচর থেকে দুটি গুলিসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলটি জব্দ করা হয়।

এ বিভাগের আরো খবর