বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর রায়েরবাগ এলাকা থেকে তাকে তুলে নেয়া হয়েছে বলে জানা গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেলকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর রায়েরবাগ এলাকা থেকে তাকে তুলে নেয়া হয়েছে বলে জানিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক সোহেল ফকির।
তিনি বলেন, ‘ডিবির একজন সাব ইন্সপেক্টরের নেতৃত্বে একটি দল বাসা ঘেরাও করে ঢাবি ছাত্রদলের সভাপতি সোহেলকে তুলে নিয়ে গেছে। এ সময় তারা নিজেদের ডিবি পরিচয় দিয়েছে।’