ময়মনসিংহের গৌরীপুরে মোটর থেকে পুকুরে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক বাকপ্রতিবন্ধী ও তার মেয়ের মৃত্যু হয়েছে।
উপজেলার মাওহা ইউনিয়নের ধারাকান্দি গ্রামে বুধবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
প্রাণ হারানো দুজন হলেন ধারাকান্দি গ্রামের বাকপ্রতিবন্ধী শফিকুল ইসলাম ও তার মেয়ে হৃদি মনি।
হৃদি স্থানীয় ধারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার ওসি সুমন চন্দ্র রায় জানান, বিকেলে পুকুরে পানি দিচ্ছিলেন শফিকুল ইসলাম। ওই সময় তার মেয়ে হৃদি বৈদ্যুতিক মোটরের তার স্পর্শ করলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। ওই সময় তাকে উদ্ধার করতে গেলে শফিকুলও বিদ্যুৎস্পৃষ্ট হন।
তিনি জানান, স্থানীয়রা টের পেয়ে বাবা ও মেয়েকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।