বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পুলিশের রাইফেলের গুলিতে দোকানি আহত

  • প্রতিনিধি, ঝালকাঠি   
  • ২৭ ডিসেম্বর, ২০২৩ ২২:০৭

রাজাপুর থানার ওসি আতাউর রহমান বলেন, ‘হাঁটার সময় মিস ফায়ার হয়ে কনস্টেবলের হাতিয়ার থেকে গুলি বের হয়েছে। তবে আহত ব্যক্তি মুমূর্ষু অবস্থায় নেই। তার চিকিৎসার খোঁজখবর আমরা নিচ্ছি।’ আহত দোকানির চিকিৎসা ব্যয়ের বিষয়টিও তিনি দেখবেন বলে আশ্বাস দেন।

ঝালকাঠিতে পুলিশের রাইফেল থেকে বের হওয়া গুলিতে এক চা দোকানি আহত হয়েছেন। রাজাপুর থানার তারাবুনিয়া বাজার এলাকায় গত ২৪ ডিসেম্বর শনিবার রাত পৌনে ১টার দিকে ঘটনাটি ঘটলেও তা জানাজানি হয় বুধবার সকালে।

আহত ওই চা দোকানির নাম মনির মাহমুদ। তিনি রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের উত্তর তারাবুনিয়া গ্রামের রোলা এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে। ওই ইউনিয়নের লেবুবুনিয়া বাজারে ছোট্ট একটি দোকানে চা, পান বিক্রি করে রোজগার করেন তিনি।

গুলিবিদ্ধ মনির বর্তমানে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তবে অর্থ সঙ্কটের কারণে চিকিৎসা ব্যয় বহনে অনেকটা পিছিয়ে পড়ার কথা জানিয়েছে তার পরিবার।

সরেজমিনে পরিদর্শনে গেলে মনিরের পরিবারের সদস্যরা বলেন, ‘দোকান বন্ধ থাকায় ঘরে এক দিনের খাবারও নেই।’

ঘটনার বর্ণনা দিয়ে আহত মনির নিউজবাংলাকে বলেন, ‘লেবুবুনিয়া বাজারে শনিবার রাত সাড়ে ১২টার দিকে থানা পুলিশ টহলে আসেন। তখন আমি দোকানে চা বানাচ্ছিলাম। হঠাৎ কনস্টেবল নূরুল ইসলামের হাতে থাকা বন্দুক থেকে গুলি বের হয়ে আমার পায়ে লাগে। গুলিতে দোকানের চায়ের কেটলি দুমড়ে-মুচড়ে যায়। তারপর পুলিশের লোকেরাই আমাকে হাসপাতালে নিয়ে আসে।’

ঘটনার সময় সেখানে দায়িত্বরত রাজাপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আজাদ বলেন, ‘আমরা টহল দিতে লেবুবুনিয়া বাজারে যাই। সেখান থেকে অন্যত্র যাওয়ার উদ্দেশ্যে অটোতে উঠছিলাম। তখন হটাৎ করে কনস্টেবল নুরুল ইসলামের আগ্নেয়াস্ত্র থেকে একটি মিস ফায়ার হয়।’

রাজাপুর থানার ওসি আতাউর রহমান বলেন, ‘হাঁটার সময় মিস ফায়ার হয়ে কনস্টেবলের হাতিয়ার থেকে গুলি বের হয়েছে। তবে আহত ব্যক্তি মুমূর্ষু অবস্থায় নেই। তার চিকিৎসার খোঁজখবর আমরা নিচ্ছি।’

আহত দোকানির চিকিৎসা ব্যয়ের বিষয়টিও তিনি দেখবেন বলে আশ্বাস দেন।

ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুলও আহত মনির মাহমুদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নিচ্ছেন বলে নিউজবাংলাকে জানিয়েছেন।

এ বিভাগের আরো খবর