বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রণোদনার অর্থ পেলেন বিদেশফেরত ৫১৬ কর্মী

  • কূটনৈতিক প্রতিবেদক   
  • ২৭ ডিসেম্বর, ২০২৩ ২২:০২

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পটুয়াখালীর পিয়ারা বেগম এবং পাবনার সোহেল রানার ব্যাংক অ্যাকাউন্টে নগদ প্রণোদনার অর্থ হস্তান্তরের মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করেন।

রেইজ প্রকল্পের আওতায় বিদেশফেরত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে নগদ প্রণোদনার অর্থ প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

ঢাকার ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে বুধবার ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অমর একুশে সম্মেলনকক্ষে রেফারেল ও আরপিএল প্রদানবিষয়ক মতবিনিময় অনুষ্ঠানে অনলাইন ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে ওই অর্থ প্রদান করা হয়।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পটুয়াখালীর পিয়ারা বেগম এবং পাবনার সোহেল রানার ব্যাংক অ্যাকাউন্টে নগদ প্রণোদনার অর্থ হস্তান্তরের মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করেন।

এতে বলা হয়, উল্লিখিত দুজন ছাড়া বিদেশফেরত ৫১৪ অভিবাসী কর্মীর ব্যাংক অ্যাকাউন্টে নগদ প্রণোদনার ১৩ হাজার ৫০০ করে টাকা পাঠানোর জন্য ব্যাংকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।

প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বোয়েসেল, যুব উন্নয়ন অধিদপ্তর, বিসিক, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি, বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি, বিএমইটি, পিকেএসএফ, আইন সহায়তা প্রদানকারী সংস্থা ব্লাস্ট, প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, প্রবাসী কল্যাণ ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, জনতা ব্যাংকের প্রতিনিধিসহ বিভিন্ন মন্ত্রণালয় এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

সভায় প্রতিনিধিরা বিদেশফেরত অভিবাসী কর্মীদের আত্মকর্মসংস্থানে তাদের স্ব স্ব প্রতিষ্ঠান প্রদত্ত প্রশিক্ষণ ও আর্থিক কর্মসূচিতে অন্তর্ভুক্তির মাধ্যমে সহযোগিতা করা হবে বলে মতামত দেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে বিদেশফেরত অভিবাসী কর্মীদের আত্মকর্মসংস্থানে সহযোগিতা করতে হবে। এ লক্ষ্যে প্রকল্পের সুফলভোগীদের কীভাবে সরকারি-বেসরকারি বিভিন্ন সুযোগ-সুবিধার সঙ্গে সম্পৃক্ত করা যায়, সে বিষয়ে প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট এবং মাঠ পর্যায়ে কর্মরত ওয়েলফেয়ার সেন্টারের কর্মচারীদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

সভায় প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) সৌরেন্দ্র নাথ সাহা বলেন, বিদেশফেরত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণ তথা আত্মকর্মসংস্থানে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ নেয়া হয়েছে। এর মাধ্যমে কর্মীরা রেফারেলের আওতায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদত্ত বিভিন্ন প্রশিক্ষণ ও আর্থিক কর্মসূচিতে অন্তর্ভুক্তির মাধ্যমে নিজেরাই নিজের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। এ প্রকল্পের আওতায় বিদেশফেরত দুই লাখ অভিবাসীকে নগদ প্রণোদনার অর্থসহ রেফারেল এবং ২৩ হাজার ৫০০ জনকে আরপিএল সহযোগিতা দেয়া হবে।

সভাপতির বক্তব্যে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক হামিদুর রহমান বলেন, ‘প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা হিসেবে বোর্ড বিদেশফেরত অভিবাসী কর্মীদের কল্যাণে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে, যাতে করে আমাদের অভিবাসী ভাই-বোনেরা সম্মানের সাথে মাথা উঁচু করে চলতে পারে।’

হামিদুর রহমান রেফারেল কার্যক্রমে সহযোগিতার জন্য উপস্থিত সব প্রতিনিধিকে ধন্যবাদ জানানোর পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রেইজ প্রকল্পের আওতায় বিদেশফেরত দুই লাখ অভিবাসী কর্মীকে ১৩ হাজার ৫০০ টাকা করে ২৭০ কোটি টাকা দেয়া হবে। ২০১৫ সাল থেকে দেশে ফেরত আসা কর্মীরা প্রকল্পের সুফলভোগী।

এ বিভাগের আরো খবর