মাদারীপুরের শিবচরে ভেজাল গুড় তৈরির অপধারে এক কারখানার মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
উপজেলার কাঠালবাড়ির দোতারা এলাকায় মঙ্গলবার বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকারের মাদারীপুর জেলার সহকারী পরিচালক জামাতুল ফেরদাউসের নেতৃত্বে শিবচর থানা পুলিশের একটি দল এ সময় উপস্থিত ছিল।
অভিযানে কারখানার মালিক জয়নাল খানকে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয় এবং তৈরি করা ভেজাল গুড় ধ্বংস করা হয়।
অভিযানে জানা যায়, শীতকালে দেশে খেজুড়ের গুড়ের ব্যাপক চাহিদা থাকায় জয়নাল খান ভারত থেকে এলসি করে আনা গুড়ের সঙ্গে চিনি, হাইডোজ ও কাপড়ের রং মিশ্রিত করে তার মালিকানাধীন কারখানায় গুড় তৈরি করতেন।
আর এখানে তৈরি করা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এসব গুড় বিক্রি করা হতো স্থানীয় হাটবাজারে।
অভিযানের সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের নিরাপদ খাদ্য অফিসার জুয়েল মিয়া এবং শিবচরের স্যানিটারী ইন্সপেক্টর ফজলুল হক।