বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লাঙ্গলের বিরোধিতা করায় শেরপুর জাপা সভাপতিকে অব্যাহতি

  • প্রতিনিধি, শেরপুর   
  • ২৬ ডিসেম্বর, ২০২৩ ২০:৪১

জাপার কেন্দ্রীয় দপ্তর সম্পাদক এমএ রাজ্জাক জানান, শেরপুর-১ আসনে লাঙ্গল প্রতীকে মাহমুদুল হক মনি নির্বাচন করছেন। কিন্তু জেলা জাতীয় পার্টির সভাপতি ইলিয়াস তাকে সহযোগিতা না করে অন্যজনকে সমর্থন দিয়েছেন। এ কারণে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে জাতীয় পার্টির সব পদ-পদবি থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও শেরপুর জেলার শাখার সভাপতি মো. ইলিয়াস উদ্দিনকে দলের সব পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। মঙ্গলবার জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাপার কেন্দ্রীয় দপ্তর সম্পাদক এমএ রাজ্জাক জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে শেরপুর-১ (সদর) আসনে লাঙ্গল প্রতীকে মাহমুদুল হক মনি নির্বাচন করছেন। কিন্তু শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি ইলিয়াস তাকে সহযোগিতা না করে অন্যজনকে সমর্থন দিয়েছেন। এ কারণে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে জাতীয় পার্টির সব পদ-পদবি থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

জানা গেছে, সংসদ নির্বাচনে শেরপুর-১ আসনে জেলা জাপার সভাপতি আলহাজ্ব মো. ইলিয়াছ উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হক মনি দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কেন্দ্র থেকে তাদের দুজনকেই প্রাথমিকভাবে মনোনীত করা হয়। কিন্তু মনোনয়নপত্র বাছাইয়ে ব্যাংক ঋণ ও ইউটিলিটি বিল খেলাপির দায়ে ইলিয়াছ উদ্দিনের মনোনয়নপত্র বাতিল হয়।

বাছাইয়ে অপর প্রার্থী মাহমুদুল হক মনি বৈধ হওয়ায় এবং দলের চিঠির সুবাদে তাকে লাঙল প্রতীক বরাদ্দ দেয় রিটার্নিং অফিস। সে অনুযায়ী দলীয় প্রতীক নিয়ে নির্বাচনী কেন্দ্র উদ্বোধনসহ প্রচার-প্রচারণা ও পোস্টারিং করেন মাহমুদুল হক মনি।

এদিকে ২১ ডিসেম্বর আপিল বিভাগের নির্দেশে প্রার্থিতা ফিরে পান ইলিয়াছ উদ্দিন। এ অবস্থায় প্রতীক বরাদ্দ নিয়ে সৃষ্টি হয় জটিলতা। এর জের ধরে সোমবার রঘুনাথবাজারে ইলিয়াছ প্লাজায় নেতাকর্মীদের নিয়ে এক সভায় দলীয় প্রার্থী মাহমুদুল হক মনিকে বর্জনের সিদ্ধান্ত নিয়ে শেরপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ছানুয়ার হোসেন ছানুর ট্রাক প্রতীককে সমর্থন দেন ইলিয়াস উদ্দিন ও তার কর্মী-সমর্থকরা।

এ বিষয়ে জানতে চাওয়া হলে ইলিয়াস উদ্দিন বলেন, ‘দলীয় হাইকমান্ড বহিষ্কার করলে তো আমার করার কিছু নেই। আমি যে কাজ করেছি, তাতে আমাকে বহিষ্কার করতে পারে না। এই বহিষ্কার ইস্যুটা ষড়যন্ত্র বলে আমি মনে করি।’

এ বিভাগের আরো খবর