ময়মনসিংহের নান্দাইলে বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পালাহার আমলিতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল মডেল থানার ওসি মো. আব্দুল মজিদ।
তিনি বলেন, ‘কিশোগঞ্জ থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান নান্দাইলের দিকে আসছিল। বেলা ১১টার দিকে পালাহার আমলিতলা এলাকায় আসতেই সিলেটগামী একটি যাত্রীবাহী বাস কাভার্ড ভ্যানটিকে ওভারটেক করতে গিয়ে সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে গিয়ে ৯ জন আহত হন এবং কাভার্ড ভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে সেখানে আটকা পড়েন চালক। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদেরকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কিশোরগঞ্জ হাসপাতাল ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে পাঠিয়েছেন।’
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।