দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ আসনে ভোটকেন্দ্রে কোনো স্বতন্ত্র প্রার্থীকে এজেন্ট না দিতে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে।
সোমবার রাত ৮টার দিকে ঢাকার সাভার উপজেলার সোমভাগ ইউনিয়নের গোয়ালদী উত্তরপাড়া এলাকায় নৌকা প্রতীকের প্রার্থী বেনজীর আহমদের উঠান বৈঠকে স্বতন্ত্র প্রার্থীদের প্রতি এমন হুমকি দিয়ে বক্তব্য দেন ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন।
এ সময় চেয়ারম্যান আওলাদ হোসেন বলেন, ‘ভুল করবেন না, বিব্রত হইয়েন না। হাদিসে আছে, যোগ্য লোককে ভোট দেন। বেনজীর আহমদ, এমএ মালেক সাব, মোহাদ্দেছ হোসেন এদের তিনজনের মধ্যে কে যোগ্য? কে জনগণের পাশে থাকেন। আমরা কি ভুল করব? গাছ রেখে ডাল ধরব। অধিকাংশ লোকই কিন্তু আমাদের সাথে আছে। বাড়াবাড়ি করলে কিন্তু পরিণাম ভালো হবে না।’
তিনি আরও বলেন, ‘এতদিন ভোট কেন্দ্র ছিল ডাউটিয়া এলাকায়। আমি এমপি বেনজীর আহমদের সাথে কথা বলে এবার গোয়ালদী কেন্দ্র করছি জাতীয় নির্বাচনের জন্য। আমরা আপনাদের পাশে আছি। এই কেন্দ্র অন্য কারও এজেন্ট কে বা কীভাবে হয় এটাও আমি দেখব। আমরা চাই আপনারা নির্বাচনের দিন ঐক্যবদ্ধভাবে নৌকাকে জয়ী করবেন।’
এ বিষয়ে সোমভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সদস্য আওলাদ হোসেনকে মোবাইল ফোনে একাধিক বার কল করেও পাওয়া যায়নি।
ধামরাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, ‘এ ধরনের কোনো অভিযোগ আমরা এখনও পাইনি। অভিযোগ পেলে নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে অভিযোগটি পাঠানো হবে। তারা বিধি মোতাবেক ব্যবস্থা নেবেন।’