দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭ জানুয়ারি ভোটগ্রহণের দিন নির্ধারিত আছে। এই নির্বাচন উপলক্ষে ভোটের দু’দিন আগে ৪ জানুয়ারি বাংলাদেশে বিভিন্ন দেশের দূতাবাস ও মিশন প্রধান এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধিদের ব্রিফ করবে নির্বাচন কমিশন (ইসি)।
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ৪ জানুয়ারি বিকাল ৩টায় বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। অন্য নির্বাচন কমিশনাররাও সেখানে উপস্থিত থাকবেন।
সোমবার ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, ৪ জানুয়ারি বিকেল ৩টায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হল রুমে বাংলাদেশে অবস্থিত বৈদেশিক মিশনগুলোর অফিস প্রধান, আন্তর্জাতিক মিশন/সংস্থার প্রধান এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সঙ্গে কমিশন দ্বাদশ সংসদ নির্বাচনের অগ্রগতি অবহিত করবে।
সংশ্লিষ্ট কূটনীতিকদের আমন্ত্রণ জানানোসহ তাদের উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেছে ইসি।