ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহার বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি দিয়েছেন ওই আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী নিলুফার আনজুম পপি।
সোমবার দুপুরে ইসিতে এসে তিনি এ চিঠি দেন।
চিঠিতে পপি উল্লেখ করেন, ‘এ আসনে ট্রাক প্রতীক নিয়ে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা। সম্প্রতি তিনি বিভিন্নভাবে গোপনে ও প্রকাশ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে নগদ অর্থ দেয়ার মাধ্যমে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছেন। স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহার পক্ষে মো. দেলোয়ার হোসেন বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে নগদ অর্থ অনুদান দেন, যা নির্বাচনি আচরণবিধির বিধি-৩-এর পরিপন্থী।’
বিধি-৩ অনুযায়ী, কোনো প্রার্থী কিংবা তার পক্ষ থেকে অন্য কোনো ব্যক্তি নির্বাচন-পূর্ব সময়ে ওই প্রার্থীর নির্বাচনি এলাকায় বসবাসকারী কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা উক্ত এলাকা বা অন্যত্র অবস্থিত কোনো প্রতিষ্ঠানে প্রকাশ্যে বা গোপনে কোন প্রকার চাঁদা বা অনুদান দিতে বা দেয়ার অঙ্গীকার করতে পারবেন না।
চিঠিতে আরও বলা হয়, ‘মো. দেলোয়ার হোসেন গৌরীপুরের সিধলা ইউনিয়নে সোমনাথ সাহার নির্বাচনি প্রচারণা কমিটির সভাপতি এবং সহনাটি ইউনিয়নে সোমনাথ সাহার নির্বাচনের সার্বিক দায়িত্বে আছেন তিনি। মো. দেলোয়ার হোসেন এ বিষয়ে তার ও সোমনাথ সাহার সম্পৃক্ততা মেনে নিয়েছেন। যদিও সোমনাথ সাহা দাবি করেছেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না। কিন্তু ফেসবুক পোস্টে তাকে ট্যাগ করা হয়েছে, অর্থাৎ এ বিষয়ে তিনি অবগত ছিলেন।’
চিঠিতে বলা হয়, ‘সোমনাথ সাহার পক্ষে গৌরীপুরের ভাংনামারি ইউনিয়নে তিনটি ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ অনুদান প্রদান করেছেন মো. সারোয়ার আকন্দ। তার প্রদান করা অর্থের খামটি সোমনাথ সাহার দাপ্তরিক খাম, যেখানে সোমনাথ সাহার নাম মুদ্রণ করা আছে। মো. সারোয়ার আকন্দের ফেসবুক পোস্টেও সোমনাথ সাহাকে ট্যাগ করা হয়েছে, অর্থাৎ এ বিষয়ে তিনি অবগত ছিলেন।’
মো. সারোয়ার আকন্দ ও মো. দেলোয়ার হোসেনের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান প্রেরণ করার মাধ্যমে স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা সরাসরি নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছেন বলেও এতে উল্লেখ করা হয়।
এ বিষয়ে নিলুফার আনজুম পপি নিউজবাংলাকে বলেন, ‘আমার আসনে ৬ জন স্বতন্ত্র প্রার্থী আছেন। অনিয়মের বিষয়ে অভিযোগ দিয়েছি। আশা করছি, নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ করবে।’
বিষয়টি নিয়ে জানতে চাইলে ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা বলেন, ‘আমার পক্ষে ভোট টানতে কাউকে টাকা কিংবা কোথাও অনুদান দেয়া হচ্ছে না। কেউ যদি আমার নামে কোথাও অনুদান দিয়ে থাকে, সেটি আমার জানা নেই। কারণ নির্বাচনে আচরণবিধি যেন লঙ্ঘন না হয়, সে বিষয়ে আমি যথেষ্ট সতর্ক আছি।’
তিনি বলেন, ‘গৌরীপুরে আমি হেভিওয়েট প্রার্থী। তাই বিভিন্নভাবে আমার বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা করা হচ্ছে। কিন্তু এসব করে আমাকে আটকানো যাবে না। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমি বিপুল ভোটে জয়ী হব।’