জামালপুরের সরিষাবাড়ীতে রেললাইনের ফিশপ্লেট খুলে ফেলার ঘটনা ঘটেছে। এতে ট্রেন চলাচল বিঘ্নিত হয়ে বিড়ম্বনায় পড়েন ট্রেনটির যাত্রীরা।
রোববার রাতে শহীদনগর-বারইপটল রেল স্টেশন এলাকার রেললাইনে এ ঘটনা ঘটে। এতে এক ঘণ্টা ট্রেন চলাচল বিঘ্নিত হয়।
তারাকান্দি স্টেশন মাস্টার শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় ও রেল স্টেশন সূত্রে জানা গেছে, বোরবার গভীর রাতে শহীদনগর-বারইপটল রেল স্টেশনের প্রবেশ মুখের কাছাকাছি রেললাইনের একটি ফিশপ্লেট খুলে ফেলে দুর্বৃত্তরা। সোমবার সকালে তা টহলরত আনসারদের নজরে আসে। এতে আনসার সদস্যরা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে ওই ফিশপ্লেট লাগাতে প্রায় এক ঘণ্টা সময় লেগে যায়। এ কারণে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ভূয়াপুরগামী ৩৭ আপ মেইল ট্রেনটি তারাকান্দি রেল স্টেশনে ১ ঘণ্টা ১০ মিনিট দাঁড় করিয়ে রাখতে হয়।
এর আগে, গত ১৮ নভেম্বর রাতে সরিষাবাড়ী স্টেশন চত্বরে ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের ২টি বগিতে অগ্নি সংযোগ করে দুর্বৃত্তরা।
এ ব্যাপারে তারাকান্দি স্টেশন মাস্টার শহিদুল ইসলাম বলেন, ‘শহীদনগর-বারইপটল স্টেশনের কাছে রেললাইনের ফিশপ্লেট খুলে ফেলায় তা পুনরায় লাগাতে হয়েছে। এ কারণে ভুয়াপুরগামী মেইল ট্রেনটির প্রায় এক ঘণ্টা বিলম্ব হয়। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’