বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টাকার জোরে এমপি হতে চান নৌকার সালাম মুর্শেদী, অভিযোগ দারার

  • প্রতিবেদক, খুলনা   
  • ২৫ ডিসেম্বর, ২০২৩ ১৯:১২

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আব্দুস সালাম মুর্শেদী। তিনি বলেন, কোনো প্রকার প্রমাণ ছাড়া এ সব অভিযোগ করা একেবারেই ভিত্তিহীন। আমার কর্মীরা কাউকে হুমকি দিচ্ছেন না। তারা অতন্ত্য সাদা-সিদে ভাবে প্রচারণা চালাচ্ছেন। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনগড়া সব অভিযোগ করেছেন।

খুলনা-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রতীকের প্রার্থী আব্দুস সালাম মুর্শেদী টাকার জোরে এমপি হতে চান বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী এস এম মোর্ত্তজা রশিদী দারা।

সোমবার দুপুরে খুলনার রূপসায় নিজ রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

মোর্ত্তজা রশিদী দারা বলেন, এলাকার আওয়ামী লীগের নেতা-কর্মীরা আব্দুস সালাম মুর্শেদীর সঙ্গে নেই। এখন নিরুপায় হয়ে তিনি টাকার জোরে এমপি হওয়ার ঘোষণা দিয়েছেন। তার সঙ্গে থাকা ১০ থেকে ১২ জন লাঠিয়াল বাহিনীর সদস্য প্রতিনিয়ত আমার কর্মীদের হেনস্তা করছেন। যা নিয়ে থানা ও রির্টানিং কর্মকর্তার কাছে অভিযোগ করা হয়েছে।

তিনি বলেন, নির্বাচন কমিশন ঘোষণা করেছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতিশ্রুতি অংশগ্রহণ মূলক নির্বাচন নিশ্চিত করতে, আমি এই নির্বাচনে অংশগ্রহণ করছি। কিন্তু খুলনা-৪ আসনের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে তোলা হচ্ছে সালাম মুর্শিদীর কর্মী সমর্থকদের আচরণে।

মোর্ত্তজা রশিদী বলেন, দিন দিন তাদের আচরণ অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হওয়ার ক্ষেত্রে অনিশ্চিত হয়ে উঠেছে। আমার কর্মী সমর্থক, সাধারণ মানুষদের প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন ধরনের হুমকি প্রদান করা হচ্ছে। একের পর এক নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে। হুমকি প্রদান করা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের প্রতিও।

তিনি বলেন, দিঘলিয়াতে রওশন আরা প্রাণনাশের হুমকি, মিল্কি দেয়াড়া কাছারি ঘাটের রুটি বিক্রেতা বয়োবৃদ্ধ মানুষ ফারুককের গায়ে হাত দেয় এবং হত্যার হুমকি দেয় এবং পর্দা বিক্রেতা সোহেল রানাকে হাত পা গুঁড়া করে দেয়ার হুমকি দেয়া হয়েছে। এই কাজগুলো করেছে সালাম মুর্শেদীর সমর্থকরা। তিনি আচরণবিধি লঙ্ঘন করে বিভিন্ন ইউনিয়নে একের অধিক নির্বাচনি কার্যালয় স্থাপন করেছেন।

মোর্ত্তজা রশিদী আরও বলেন বলেন, সালাম মুর্শেদীর কর্মী সমর্থকরা এলাকায় গুজব ছড়াচ্ছেন, “ভোট যাকে দাও, ফলাফল ঘোষণা হবে সালাম মুর্শিদীর পক্ষে”।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আব্দুস সালাম মুর্শেদী। তিনি বলেন, কোনো প্রকার প্রমাণ ছাড়া এ সব অভিযোগ করা একেবারেই ভিত্তিহীন। আমার কর্মীরা কাউকে হুমকি দিচ্ছেন না। তারা অতন্ত্য সাদা-সিদে ভাবে প্রচারণা চালাচ্ছেন। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনগড়া সব অভিযোগ করেছেন।

খুলনা-৪ আসনে নির্বাচনে লড়ছেন ১১ জন প্রার্থী। তবে মূল লড়াই হচ্ছে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আব্দুস সালাম মুর্শেদী ও খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোর্ত্তজা রশিদী দারার মধ্যে।

সালাম মুর্শেদী ২০১৭ সালে উপনির্বাচনে, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় লাভ করেন। মোর্ত্তজা রশিদী দারা ওই আসনের সাবেক সংসদ সদস্য মোস্তফা রশিদী সুজার আপন ছোট ভাই।

এ বিভাগের আরো খবর