নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম ও এখন টেলিভিশনের গাজীপুর জেলা প্রতিনিধি ইফতেখার হোসেন রায়হানের বাবা মো. মীর হোসেন ইন্তেকাল করেছেন।
মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে সোমবার কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাকালে তার মৃত্যু হয়।
মীর হোসেনের বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাদ জোহর টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকায় প্রথম জানাজা ও বাদ এশা গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার মনোহরপুর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মীর হোসেনের মৃত্যুতে গাজীপুর প্রেস ক্লাব, টঙ্গী থানা প্রেস ক্লাব, গাজীপুর সাংবাদিক ইউনিয়ন, গাজীপুর টেলিভিশন সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।