বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪

  • প্রতিনিধি, ময়মনসিংহ   
  • ২৫ ডিসেম্বর, ২০২৩ ১৬:০৪

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ক্রসিংয়ে ব্যারিয়ার না থাকায় বালুবোঝাই একটি ট্রাক রাস্তা থেকে রেললাইনে উঠে পড়ে। ওই সময় ট্রেনের ধাক্কায় লাইনের পাশে ছিটকে পড়ে ট্রাকটি।’

ময়মনসিংহে রেললাইনে উঠে পড়া বালুবোঝাই একটি ট্রাকে বলাকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় চারজন নিহত হয়েছে।

সদরের শম্ভুগঞ্জ জিকেপি কলেজের পেছনের সোমবার দুপুর দেড়টার দিকে রেলওয়ে ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুর্গাপুরের ঝারিয়া থেকে আসা বলাকা এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহের ওই ক্রসিং পার হচ্ছিল। তবে সেখানে ব্যারিয়ার না থাকায় বালুবোঝাই একটি ট্রাক রাস্তা থেকে রেললাইনে উঠে পড়ে।

‘ওই সময় ট্রেনের ধাক্কায় লাইনের পাশে ছিটকে পড়ে ট্রাকটি। আর ট্রেনটি প্রায় এক কিলোমিটার সামনে এগিয়ে থেমে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন।’

তিনি জানান, নিহতরা ট্রেনের যাত্রী বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় ময়মনসিংহ-ঝারিয়া রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এ বিভাগের আরো খবর