বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

উত্তরা থানার ওসি পরিচয়ে ব্যবসায়ীর ইমোতে কল, নম্বর হ্যাক করে টাকা দাবি

  • প্রতিনিধি, গাইবান্ধা   
  • ২৪ ডিসেম্বর, ২০২৩ ২৩:২৮

গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা বলেন, ‘এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।’

রাজধানীর উত্তরা থানার ওসি পরিচয়ে কল পাওয়ার পর ইমো নম্বরটি হ্যাক হয়ে গেছে বলে অভিযোগ করেছেন গাইবান্ধার এক ওষুধ ব্যবসায়ী।

ব্যবসায়ীর ভাষ্য, হ্যাক করা নম্বর থেকে তার পরিচিত ক্রেতা, কোম্পানির লোকজন ও স্বজনদের কাছ থেকে চাওয়া হচ্ছে বিভিন্ন অঙ্কের টাকা।

ওই ব্যবসায়ীর নাম মাসুম মিয়া। তিনি গাইবান্ধার সাদুল্লাপুর রোডের ‘মাসুম ট্রেডার্স’ নামের প্রতিষ্ঠানের মালিক, যেটি পাইকারিতে ভেটেরিনারি ওষুধ বিক্রি করে।

মাসুম জানান, তার সঙ্গে ঘটনাটি ঘটে রোববার দুপুর সোয়া ১২টার দিকে। বিকেলে তিনি গাইবান্ধা সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

থানায় করা লিখিত অভিযোগে বলা হয়, “রোববার ১২টা ১৩ মিনিটে ব্যবসায়ী মাসুমের ব্যবহৃত ইমো নম্বরে উত্তরা থানার ওসি জাহিদ হাসান নামক একটি ইমো আইডি থেকে ফোন আসে। ওসি একজন সরকারি লোক হিসেবে বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে ফোন কলটি রিসিভ করে ব্যবসায়ী মাসুম। কথার সময় ওসি বলেন, ‘আপনার ইমো আইডি থেকে আমাদের ঊর্ধ্বতন স্যারকে হুমকি দেয়া হয়েছে। আপনার ইমো আইডি কি আপনি ব্যবহার করেন?’ ব্যবসায়ী ‘হ্যাঁ’ সূচক উত্তর দেয়। তখন তিনি বলেন, ‘হয়তো বা আপনার ইমো আইডি কেউ হ্যাক করে হুমকি দিয়েছে।’”

অভিযোগে উল্লেখ করা হয়, ‘এভাবে ব্যবসায়ীর নিকট থেকে তথ্য নিয়েই তার (ব্যবসায়ীর) ইমো আইডি হ্যাক করা হয়েছে। হ্যাক করার পরেই ওই ব্যবসায়ীর পরিচিত কাস্টমার, কোম্পানির লোকজন, বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনদের নিকট থেকে সমস্যার কথা বলে টাকা-পয়সা দাবি করা হচ্ছে।’

ঘটনার বিষয়ে ব্যবসায়ী মাসুম মিয়া বলেন, “উত্তরা থানার ওসির নম্বর থেকে কল আসায় আমি সরকারি লোক মনে করে ফোনটি রিসিভ করি। তিনি প্রশ্ন করেন; আমি উত্তর দিই। এর কিছুক্ষণ পরেই আমার এক ব্যবসায়ী আমাকে কল দিয়ে জানতে চায়, ‘আপনি আমার থেকে ৫ হাজার টাকা চেয়েছেন?’ তখন আমি বুঝতে পারি আমার আইডি হ্যাক হয়েছে।

“ওই নম্বরে কথা বলার পর থেকেই আমার ইমো আইডিতে আর ঢুকতে পারছি না। পরে আমি থানায় অভিযোগ করি।”

গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা বলেন, ‘এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।’

এ বিভাগের আরো খবর