বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নির্বাচ‌নে পক্ষপাতের অভি‌যো‌গে কালকিনি থানার ওসি প্রত্যাহার

  • প্রতিনিধি, মাদারীপুর   
  • ২৪ ডিসেম্বর, ২০২৩ ২২:১১

কালকিনি থানার ওসি নাজমুল হাসান বিভিন্ন সময় নৌকার প্রার্থীর সভা-সমাবেশে পক্ষপাতমূলক আচরণ করেন। এই আসনে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের পক্ষ থেকে এমনটা উল্লেখ করে ইসিতে অভিযোগ করা হয়। এর ভিত্তিতে তাকে কালকিনি থানা থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার।

মাদারীপুর-৩ নির্বাচনী এলাকায় পক্ষপাতমূলক আচরণের অভিযোগে কালকিনি থানার ওসি নাজমুল হাসানকে প্রত্যাহার করা হয়েছে। এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন মাদারীপুরের পুলিশ সুপার ‌মো. মাসুদ আলম।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কালকিনি থানার ওসি নাজমুল হাসান বিভিন্ন সময় আওয়ামী লীগ সমর্থিত সংসদ সদস‌্য প্রার্থী আব্দুস সোবহান গোলাপের সভা-সমাবেশে পক্ষপাতমূলক আচরণ করেন। এই আসনে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের পক্ষ থেকে এমনটা উল্লেখ করে নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে তাকে কালকিনি থানা থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার।

স্বতন্ত্র প্রা‌র্থীর সমর্থক কাল‌কি‌নি পৌরসভার সা‌বেক মেয়র এনা‌য়েত হাওলাদার এ ব‌্যাপা‌রে ব‌লেন, ‘মাদারীপু‌র-৩ সংসদীয় আস‌নের নির্বাচ‌নে পক্ষপা‌তি‌ত্বের অভিযো‌গ ও আইন-শৃঙ্খলার অবনতি হওয়ায় কাল‌কি‌নি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান‌কে প্রত‌্যাহার করা হ‌য়ে‌ছে। এতে নির্বাচন উৎসবমুখর হ‌য়ে উঠ‌বে।’

মাদারীপুরের পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, ‘কালকিনি থানার ওসিকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন ওসি হি‌সে‌বে আব্দুল্লাহ আল মামুন না‌মে একজন আস‌বেন।’

এ বিভাগের আরো খবর