দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মোর্ত্তজা বলেছেন, ‘বিগত পাঁচ বছর এলাকার জন্য কাজ করেছি। আসন্ন নির্বাচনে জয়ের ব্যাপারে আমি আশাবাদী।’
রোববার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মাশরাফি বলেন, ‘অনেক প্রতিকূলতা গেছে। করোনার মতো মহামারি গেছে। অর্থনৈতিক মন্দা সারা পৃথিবীতে চলছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে কঠিন সময় আমরা দারুণভাবে পার করেছি। আশা করি সব কিছু ঠিকঠাক থাকলে কাজের প্রক্রিয়া বা ধরন বাড়বে এবং ভাল হবে।’
এক প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘খেলাধুলা আমার রক্তের সঙ্গে মিশে আছে। আমার পরিচয় খেলাধুলা দিয়ে। আমি মনে করি না খেলাধুলার সঙ্গে সংসদ সদস্য মেলানোর কোনো সুযোগ আছে। যতদিন বেঁচে থাকবো খেলাধুলার সঙ্গে অবশ্যই থাকবো।’
এর আগে মাশরাফি কর্মী-সমর্থকদের নিয়ে জাতির পিতার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহিদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করেন।