ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে যাত্রী ও যানবাহসহ মাঝ পদ্মায় ছোটবড় তিনটি ফেরি আটকা পড়েছে।
নৌ-দুর্ঘটনা এড়াতে শনিবার রাত ৩টার দিকে এই নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
আরিচা কার্যালয়ের বিআইডব্লিউটিসির ডিজিএম শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, স্বাভাবিক সময়ে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১২টি ফেরি চলাচল করে। কিন্তু হঠাৎ করে শনিবার মধ্যরাতে কুয়াশা তীব্রতা বেড়ে যায় এবং ফেরির মার্কিং লাইটের আলো অস্পষ্ট হয়ে যায়। এতে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়। যার ফলে যাত্রী ও যানবাহনের জানমাল রক্ষায় সাময়িকভাবে ফেরি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
তিনি জানান, ঘন কুয়াশার কারণে মাঝনদীতে তিনটি ফেরি আটক পড়েছে। বাকি ৭টি ফেরি পাটুরিয়ায় ও একটি ফেরি দৌলতদিয়া ঘাটে নোঙ্গর করে রাখা হয়েছে।
বিআইডব্লিউটিসির এই কর্মকর্তা বলেন, কুয়াশা তীব্রতা কমে গেলে এবং দুর্ঘটনার ঝুঁকি কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হবে। ফেরি বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে কিছু পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস পারের অপেক্ষায় আছে। ফেরি চলাচল শুরু করা হলে সিরিয়াল অনুযায়ী এসব যানবাহন পারপার করা হবে।