নাটোরের বাসুদেবপুরে রেললাইনের জয়েন্টে ফাটল দেখা দিয়েছে। এ ঘটনায় সাময়িক সময়ের জন্য ধীরগতিতে ট্রেন চলাচল করছে।
নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর রেলওয়ে স্টেশনের বাঙ্গাল ব্রিজ এলাকায় শনিবার সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে একটি মালবাহী ট্রেন বাসুদেবপুর রেলওয়ে স্টেশন অতিক্রম করে নাটোরের দিকে যাওয়ার সময় বিকট শব্দ হয়। ট্রেনটি নির্বিঘ্নে ওই স্থান পার হয়ে গেলেও পরবর্তী সময়ে স্থানীয়রা গিয়ে ওই অংশে একটি রেলের জয়েন্টে কিছু জায়গা ভাঙা দেখতে পায়। ওই সময় তারা রেলওয়ে কর্তৃপক্ষ এবং প্রশাসনকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন ও মেরামতের কাজ শুরু করেন।
রেলওয়ের বাসুদেবপুর অংশের কি ম্যান জালাল উদ্দিন বলেন, ‘এটি কোনো নাশকতা নয়। স্বাভাবিকভাবেই রেলের কিছু জয়েন্টে মাঝে মাঝে এ রকম ভেঙে যায়। সেটা দেখে তাৎক্ষণিকভাবে আমরা মেরামত করে থাকি।’
রেলওয়ে উপসহকারী প্রকৌশলী আফজাল হোসেন জানান, খবর পেয়ে জয়েন্ট মেরামত করার জন্য তাদের টিম পাঠানো হয়েছে। মেরামত কাজ শেষে হলে স্বাভাবিক গতিতে ট্রেন চলাচল করবে।