রাজশাহীর গোদাগাড়ীতে ভারতীয় সীমান্ত থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের চর হনুমন্তনগর এলাকা থেকে শনিবার সকাল ১০টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
প্রাণ হারানো দুইজন হলেন গোদাগাড়ী উপজেলার চর কানাপাড়া এলাকার কাওসার আলী ও মোশাররফ হোসেন।
গোদাগাড়ী মডেল থানার ওসি আবদুল মতিন এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘গত ১৯ ডিসেম্বর চোরাইপথে তারা কয়েকজন মিলে ভারতের চেন্নাইয়ে কৃষি কাজ করতে যাওয়ার চেষ্টা করছিল। বিষয়টি টের পেয়ে বিএসএফ তাড়া দিলে বাকিরা পালিয়ে আসে, কিন্তু এই দুজনকে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে আজকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।’
তিনি বলেন, ‘তাড়া খেয়ে নদীতে পড়ে অথবা নদী পার হওয়ার চেষ্টায় তাদের মৃত্যু হতে পারে। তাদের শরীরে আঘাতের চিহ্ন বা জখম আছে কি না সেটা জানা যায়নি। সুরতহাল প্রতিবেদন শেষে বিস্তারিত বলা যাবে।’
এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।