মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম ভাড়াউরার হাইল হাওরাঞ্চল থেকে পাখি শিকারের জন্য পেতে রাখা ৫০০ মিটার অবৈধ জাল উদ্ধার করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।
সরকারি ছুটির দিন শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই হাওরাঞ্চলে অভিযান চালানো হয়। প্রায় এক কিলোমিটার জায়গায় পেতে রাখা হয় জাল। ওই সময় কোনো শিকারিকে পাওয়া যায়নি।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সূত্রে জানা যায়, এক শ্রেণির লোক পরিযায়ী পাখি শিকার করতে হাইল হাওরের এক কিলোমিটার জায়গায় জাল পেতে রাখে। রাতে পরিযায়ী পাখি এক স্থান থেকে অন্য স্থানে উড়ে যাওয়ার সময় এসব জালে আটকে মারা পড়ে। এসব জাল জব্দ করার লক্ষ্যে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শুক্রবার বিকালে হাওরে অভিযানে নামে।
অভিযানে অংশ নেন বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়ার রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম, জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট তাজুল ইসলাম, সুব্রত সরকারসহ অনেকে।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘জাল উদ্ধারের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। পাখি সংরক্ষণে এ রকম অভিযান অব্যাহত থাকবে।’